নজরুল ইসলাম মঞ্জু মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় সোনডাঙ্গা ব্যাপ্টিস্ট চার্চ, সকাল সাড়ে ১০ টায় কয়লাঘাটা চার্চ ও এরপর চানমারি এজি চার্চে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি খ্রিষ্টীয় সম্প্রদায়ের নেতা বিশপ সুমন্ত বৈরাগী, ফাদার জ্যাকব লিতু মুন্সি ও জেমস মন্ডলের হাতে ফুল ও কেক তুলে দেন।
এরপর তিনি সকাল ১১ টায় নতুন বাজার, বান্দা, গগন বাবু রোড ও সাউথ সেন্ট্রাল রোড এলাকায় ব্যাপক গণসংযোগ করেন এবং ভোটারদের হাতে ধানের শীষের লিফলেট তুলে দেন। এ সময় তার সাথে ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোট নেতাদের মধ্যে এ্যাড. আ ফ ম মহসিন, মোস্তফা কামাল ও সিরাজউদ্দিন সেন্টু এবং বিএনপি নেতাদের মধ্যে এ্যাড. বজলুর রহমান, মোল্লা আবুল কাশেম, এ্যাড. এস আর ফারুক, ইউসুফ হারুন মজনু, সাজ্জাদ আহসান পরাগ, নিয়াজ আহমেদ তুহিন, বদরুল আনাম, তরিকুল্লাহ খান, ফারুক হোসেন, মীর কবির হোসেন, জাহিদ কামাল টিটু, মেহেদী হাসান সোহাগ, কাজী মাহমুদ আলী, কে এম মাহবুব হোসেন, সাইমুন ইসলাম রাজ্জা, রোকেয়া ফারুক, নাসিম, হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
No comments:
Post a Comment