Channel Atv

সময়ের সাথে এগিয়ে চলে সাহসের সাথে কথা বলে

আসুন নিজেকে বদলায়। প্রতিদিন একটি ভালো কাজ করি। সুন্দর জীবন ও সমাজ গড়ি। নতুন সকাল

Breaking

Monday, January 14, 2019

রূপসা সাদা মাছ আড়ৎদার বহুমূখী সমবায় সমিতির নির্বাচনী তফসিল ঘোষনা

আমিরুল ইসলাম : রূপসা সাদা মাছ আড়ৎদার বহুমূখী সমবায় সমিতি লিঃ এর ত্রি-বার্ষিক নির্বাচন ২০১৯ এর নির্বাচনী তফসিল ঘোষনা করেন মেট্রোপলিটন থানা সমবায় অফিসার এস এম আনিছুর রহমান। উক্ত নির্বাচনে ব্যবস্থাপনা কমিটি পূর্ণগঠনের লক্ষ্যে নির্বাচন কমিটির সিদ্ধান্ত মোতাবেক ৭ই জানুয়ারী নির্বাচনী তফসিল ঘোষনা করা হয়। তিনি বলেন, নির্বাচনী কমিটির ১লা ডিসেম্বর ২০১৮ইং তারিখের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন বিশেষ সাধারণ সভার মাধ্যমে অনুষ্ঠিত হবে। ব্যবস্থাপনা কমিটির সভাপতি পদে-০১ জন, সহ-সভাপতি পদে -০২ জন, সাংগঠনিক সম্পাদক পদে-০১ জন, দপ্তর সম্পাদক পদে-০১ জন, প্রচার সম্পাদক পদে-০১ জন, কোষাধ্যক্ষ পদে-০১ জন ও ব্যবস্থাপনা কমিটির সদস্য পদে-০২ জন সহ মোট ০৯ টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি পর্যায়ক্রমে ১২টি ধাপের মাধ্যমে নির্বাচন সম্পন্ন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। ১৩ ও ১৪ই জানুয়ারী সমিতির কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রয়, ১৭ তারিখে মনোনয়নপত্র গ্রহণ, ২০ তারিখে মনোনয়নপত্র বাছাই এবং একই দিনে মনোনয়নপত্র বাছাইঅন্তে প্রার্থীর খসড়া তালিকা প্রকাশ, ২১ ও ২২ তারিখে (দুই কর্মদিবস) ৩ পি সি রায় রোড, জেলা সমবায় অফিসারের নিকট মনোনয়নপত্র বাছাইয়ের খসড়া ফলাফলের বিরুদ্ধে বৈধতা সম্পর্কে সংক্ষুব্ধ পক্ষের আপিল পেশ, ২৩, ২৪ ও ২৭ তারিখ (তিন কর্মদিবস) ৩ পি সি রায় রোড, জেলা সমবায় অফিসারের নিকট আপিলের শুনানী ও নিষ্পোত্তি, ২৮ তারিখে সমিতির নোটিশ বোর্ডে নির্বাচন কমিটি কর্তৃক বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ, ২৯ তারিখে সমিতির কার্যালয়ে প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ (লিখিত আবেদনের মাধ্যমে), প্রতীক বরাদ্দ এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ, ১০/০২/১৯ তারিখে ১৭/১৮ নং প্লট রূপসা সাদা মাছের আড়ৎ-এ ভোট গ্রহণ এবং একই দিনে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণার মাধ্যমে নির্বাচনী কার্যক্রম শেষ হবে। তিনি বলেন একটি সুষ্ঠু সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে নির্বাচনী কার্যক্রম পরিচালনার জন্যে নির্বাচনী কমিটির সকলের সহযোগীতা কামনা করেন। উক্ত সাধারন সভায় উপস্থিত ছিলেন বর্তমান কার্যকারী পরিষদের সভাপতি আলহাজ্ব মোঃ এরশাদ আলী, সহ-সভাপতি মোঃ নাসির হাওলাদার ও মোঃ হাবিবুর রহমান শিকদার, সম্পাদক মোঃ জাহিদুর রহমান ঝন্টু, সহ-সম্পাদক মোঃ লুৎফর রহমান ফরিদ ও মোঃ জালাল মোল্লা, কোষাধ্যক্ষ মোঃ কাদের শেখ, সদস্য মোঃ শামীম দাড়িয়া ও মোঃ সফিউদ্দিন গাজী সহ আরো অনেকে। 

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here

আজকের ভোরের ডাক পড়ুন এখানে