নিজস্ব প্রতিবেদক : রূপসায় আওয়ামী লীগ মনোনীত খুলনা-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী আব্দুস সালাম মুর্শেদী ও বিএনপি মনোনীত শরীফ শাহ কামাল তাজ এবং আজিজুল বারী হেলাল পৃথক পৃথক গণসংযোগ ও মত বিনিময় করেছেন। ৪ ডিসেম্বর সকাল থেকে দিনভর এসব প্রার্থী ভোটরদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। উপজেলার চর রূপসা ও বাগমারাসহ বিভিন্ন এলাকায় গণসংযোগকালে আব্দুস সালাম মুর্শেদী বলেন, এলাকার উন্নয়ন তথা দেশের চলমান উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে আবারো আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনতে হবে। তিনি বলেন, দেশ বিরোধী একটি চক্র এদেশের উন্নয়ন চায় না। তারা নিজেদের ভাগ্য উন্নয়নে স্বাধীনতা বিরোধীদের সাথে হাত মিলিয়েছে। তারা চায় অতীতের মত এ দেশে আবারো সন্ত্রাসের অভায়ারণ্যসহ দুর্ণীতিতে নিমজ্জিত হোক। কিন্তু সাধারণ মানুষ তাদের সেই আশা কখনোই পুরণ হতে দেবে না।
গণসংযোগকালে তার সাথে ছিলেন, উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দীন বাদশা, জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল মজিদ ফকির, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার আবুল কাশেম ডাবলু, নৈহাটী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান কামাল হোসেন বুলবুল, সাবেক ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান, আকতার হোসেন খান, আলহাজ শাহাজান শেখ, নজরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা ফরিদ শেখ, আব্দুল মান্নান শেখ, মফিজুল ইসলাম, আবু আহাদ হাফিজ বাবু, মহিলা লীগ নেত্রী রিনা পারভিন, শারমিন সুলতানা রুনা, স্বেচ্ছাসেবকলীগ নেতা রুহুল আমীন রবিসহ স্থানীয় ও জেলা নেতৃবৃন্দ।
॥ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এদেশের মানুষের অধিকার বাস্তবায়ন করতে হবে-তাজ ॥
খুলনা-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী কেন্দ্রীয় বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শরীফ শাহ কামাল তাজ বলেছেন, মা ও মাটির মুক্তির জন্য বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে। তিনি বলেন বর্তমান সরকার মানুষের ভোট ও ভাতের অধিকার ছিনিয়ে নিয়েছে। তারা সারাদেশে মানুষকে অত্যাচার ও প্রতারণার মাধ্যমে ভোটের অধিকার থেকে বঞ্চিত করেছে। এ কারণে আগামী ৩০ ডিসেম্বর নির্বাচনে দেশের ১০ কোটি মানুষকে ব্যালট পেপার পাহারা দিয়ে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এদেশের মানুষের অধিকার বাস্তবায়ন করতে হবে। তিনি আরো বলেন কেবল মাত্র বিএনপি ক্ষমতায় গেলেই বাংলাদেশ আবার নিরাপদ হবে। তিনি বর্তমান সরকারকে একটি অগণতান্ত্রিক ও একনায়কতন্ত্র সরকার হিসেবে আখ্যা দিয়ে দেশের জনসাধারণকে ধানের শীষের প্রতীকে ভোট দেয়ার জন্য আহবান জানান। তিনি ৪ ডিসেম্বর'১৮ বিকালে রূপসার বাগমারা ওয়ার্ড বিএনপি আয়োজিত উঠান বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উঠান বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপি নেতা ইলিয়াজ হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি আ. রশিদ শেখ, মোল্লা খায়রুল ইসলাম, শেখ মহিউদ্দিন, একরামুল কবীর নাসিম। বক্তৃতা করেন মীর ফিরোজ, বসির হায়দার পল্টু, আমিনুল ইসলাম মল্লিক, শেখ আবু সাইদ, মাহামুদ আলম লোটাস, আলামিন হোসেন জনি, মাসুম বিল্লাহ, মিনহাজ উদ্দিন, তরিকুল ইসলাম, আরিফ হোসেন, আজিজুল, আসাদ শেখ, ফরহাদ, হাফিজুর রহমান, সুমন, হাফিজ, সোহাগ প্রমুখ। এর পূর্বে তিনি প্রয়াত বিএনপি নেতা লুৎফর রহমান দর্জির জানাজায় অংশ গ্রহন করেন এবং আ. রহিম সরদারের মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তৃতা করেন।
॥ গণতন্ত্র পুনরুদ্ধারে ভোট কেন্দ্র পাহারা দেয়ার আহবান হেলালের ॥
বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্র যখন বিপন্ন হয়ে পড়ে তখন শুধু রাজনৈতিক কর্মীই নয়, জনসাধারণের কর্তব্য হয়ে দাড়ায় যে কোন মূল্যে প্রয়োজনে জীবনের বিনিময়ে হলেও তা রক্ষা করা। ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের দিনটিকে সেই চূড়ান্ত সংগ্রামের ক্ষেত্র হিসেবে অভিহিত করে তিনি বলেন, ডাকাতের কবল থেকে ভোট কেন্দ্র পাহারা দিয়ে জনগনের বিজয়কে নিশ্চিত করতে হবে।
আজিজুল বারী হেলাল বলেন, হাজারো অপকর্ম, দুর্নীতি, লুটপাট, জুলুম নির্যাতন, নীপিড়নের কারণে শাসক দল আওয়ামী লীগ জনগন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পরাজয় নিশ্চিত জেনে তারা ভোটারদের মাঝে ভীতি আতংক ছড়িয়ে ভোট দেয়া থেকে বিরত রাখতে চায়। এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, নির্বাচনী বিধিমালা ভঙ্গের এসব ঘটনার প্রতিকার করতে পারলে জাতি আপনাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে। আর যদি ক্ষমতাসীন দলের পদলেহন করেন তাহলে একদিন বিচারের কাঠগড়ায় দাড়াতে হবে।
মঙ্গলবার (৪ ডিসেম্বর) রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় খুলনা-৪ আসন থেকে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আজিজুল বারী হেলাল এসব কথা বলেন। খান জুলফিকার আলী জুলুর সভাপতিত্বে এবং মোল্লা সাইফুর রহমানের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এম মনিরুল হাসান বাপ্পী, আতাউর রহমান রনু, গোলাম মোস্তফা তুহিন, জাভেদ মল্লিক, বিকাশ মিত্র, আনসার আলী, দিদারুল ইসলাম, শাহাবুদ্দিন আহমেদ, সাঈদ শেখ, মিন্টু, মিকাইল প্রমুখ।


No comments:
Post a Comment