Channel Atv

সময়ের সাথে এগিয়ে চলে সাহসের সাথে কথা বলে

আসুন নিজেকে বদলায়। প্রতিদিন একটি ভালো কাজ করি। সুন্দর জীবন ও সমাজ গড়ি। নতুন সকাল

Breaking

Thursday, November 22, 2018

জননী কিন্ডার গার্টেন স্কুলে “ক্লাস পার্টি

জাফর ইকবাল অপু : খুলনা মহানগরীর ১২ মিয়াপাড়া মেইন রোডে জননী কিন্ডার গার্টেন বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত জননী কিন্ডার গার্টেন স্কুল মাঠে “ক্লাস পার্টি-২০১৮” অনুষ্ঠিত হয়। স্কুলের সকল শিক্ষার্থী ও অভিভাবকদের অংশ গ্রহনে সঙ্গীত, নৃত্য, কবিতা আবৃতি, চুটকি, কৌতুক, গল্প বলা ইত্যাদি বিনোদন মূলক অনুষ্ঠান শেষে কেক কাটা ও দুপুরের খাবার প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠান স্কুলের প্রধান শিক্ষক কানাই মন্ডলের পরিচালনায় প্রতিষ্ঠাতা সদস্য দেবাশীষ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জননী সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের সহ-সভাপতি ও সরোয়ার খান ডিগ্রি কলেজের প্রভাষক তরনী কুমার জোদ্দার উপস্থিত ছিলেন।এছাড়া আরো উপস্থিত ছিলেন সমিতির কর্মকর্তা অনুপম রায়, অ্যাডঃ ধীমান মন্ডল ও অনান্য শিক্ষকদের মধ্যে সঞ্চয়িতা গাইন, মানষ রায়, ইয়াসমিন আরা তানিয়া, লায়লা ফরহাত রায়হানা,তপক মন্ডল (তপু), ভাস্কর বিশ্বাস, খুশি রায়, বিশ্বজিৎ মন্ডল, লিপিকা জোদ্দার, মরিয়ম পারভিন, ভারতি বাছাড়, অবন্তি রায়  প্রমুখ।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here

আজকের ভোরের ডাক পড়ুন এখানে