Channel Atv

সময়ের সাথে এগিয়ে চলে সাহসের সাথে কথা বলে

আসুন নিজেকে বদলায়। প্রতিদিন একটি ভালো কাজ করি। সুন্দর জীবন ও সমাজ গড়ি। নতুন সকাল

Breaking

Thursday, October 18, 2018

বাগেরহাটের পূজা মণ্ডপে চিত্রনায়ক শাকিল খান

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের রামপাল উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন চিত্রনায়ক শাকিল খান। এসময় তিনি হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় নেতাদের সঙ্গে মতবিনিময় করেন এবং মন্দিরের জন্য অনুদান প্রদান করেছেন।

১৭ অক্টোবর সকালে চিত্রনায়ক শাকিল খান মোটরসাইকেলের শোভাযাত্রা নিয়ে রামপাল উপজেলার গৌরম্ভা বাজার থেকে এসব মন্দির পরিদর্শন শুরু করেন। তিনি রামপাল উপজেলার দিঘিরপাড়, গোনাই, বেলাই, ঝলমলিয়ার দিঘি, বাবুর বাড়ি, পেড়িখালী, গিলাতলা ও রামপাল সদরের বিভিন্ন মন্দির পরিদর্শন করেছেন। একই সঙ্গে তিনি ভোটারদের কাছে লিফলেট বিতরণ করেন ও নৌকায় ভোট চান। এসময় স্থানীয় আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতারা তার সঙ্গে ছিলেন। 

প্রসঙ্গত, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চিত্রনায়ক শাকিল খান বাগেরহাট -৩ ( রামপাল- মোংলা) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। মন্দির পরিদশৃনের সময় তিনি বলেন, ‘রামপাল- মোংলায় ব্যপক সম্ভাবনা রয়েছে। এখানে পর্যটন কেন্দ্র গড়াসহ শিল্প কারখানা গড়ে তুলতে পারলে এলাকার বেকার সমস্যা দূর হবে।’ বাকি জীবন তিনি রামপাল-মোংলার জনসাধারনের সেবা করে কাটাতে চান বলেও জানান।

শাকিল খান আরও বলেন, ‘বর্তমান সরকারের আমলে দেশের প্রতিটি এলাকায় উন্নয়ন হচ্ছে। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার বিকল্প নেই। বিগত উপ-নির্বাচনে মনোনয়ন চেয়েছিলাম। তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাদশ জাতীয় সংসদের জন্য কাজ করতে বলেছেন।’ সেই অনুযায়ী তিনি নৌকায় ভোট চেয়ে মোংলা-রামপাল এলাকায় জনসংযোগ ও প্রচারণা চালিয়ে যাচ্ছেন বলেও জানিয়েছেন।


No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here

আজকের ভোরের ডাক পড়ুন এখানে