যশোর প্রতিনিধি : একসঙ্গে চার সন্তানের জন্ম দিলেন ঝিনাইদহের মীরা খাতুন। শুক্রবার সকালে যশোরের একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তিন মেয়ে ও এক ছেলে প্রসব করেন মীরা খাতুন (২৩)। এর আগে ২৭ অক্টোবর সকাল ৬ টা থেকে সাড়ে ৭টার মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পর পর ৪টি সন্তানের জন্ম দেন বাগেরহাটের ফকিরহাট উপজেলার পিলজঙ্গ গ্রামের বিষ্ণু দত্ত’র স্ত্রী সুবর্ণা দত্ত।
প্রসূতির বাবা ওলিয়ার রহমান জানান, বছর দুই আগে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার গোবরডাঙ্গা-ত্রিলোচনপুর এলাকার তবিবর রহমানের ছেলে মাহবুবুর রহমান সবুজের সঙ্গে তার মেয়ে মীরা খাতুনের বিয়ে হয়। মাহবুবুর একটি ওষুধ কোম্পানিতে কর্মরত। গর্ভধারণের পর থেকেই মীরা ডাক্তার নিকুঞ্জ বিহারীর তত্ত্বাবধানে ছিলেন। শুক্রবার অপারেশনের মাধ্যমে তিনটে মেয়ে ও একটি ছেলে শিশুর জন্ম হয়েছে।
ডাক্তার নিকুঞ্জবিহারী গোলদার জানান, এক ঘণ্টার বেশি সময় ধরে অস্ত্রপচারের মাধ্যমে চারটি শিশু ভূমিষ্ঠ হয়েছে। প্রসূতি ও নবজাতকরা ভালো আছে।
No comments:
Post a Comment