Channel Atv

সময়ের সাথে এগিয়ে চলে সাহসের সাথে কথা বলে

আসুন নিজেকে বদলায়। প্রতিদিন একটি ভালো কাজ করি। সুন্দর জীবন ও সমাজ গড়ি। নতুন সকাল

Breaking

Monday, October 22, 2018

আইডি কার্ড জালিয়াতি করে ভিজিএফ’র চাল উত্তোলন : হামলায় আহত ১

তেরখাদা প্রতিনিধি: তেরখাদায় আইডি কার্ড জালিয়াতি করে ভিজিএফ’র চাল উত্তোলন করার প্রতিবাদ করায় প্রতিপক্ষের হামলায় আহত হয়েছে রঞ্জন বালা (৬৮) নামে এক ব্যাক্তি। ঘটনাটি ঘটেছে ২১ অক্টোবর দুপুরে উপজেলার পাতলা পূর্বপাড়া এলাকায়।
ভুক্তভোগী সূত্রে জানা গেছে, পাতলা পূর্বপাড়া এলাকার জামাল লস্কর গত দুই বছর ধরে স্থানীয় ইউপি সদস্য মো. বয়জিদ ও সংরক্ষিত মহিলা সদস্য আছমা বেগমের সহায়তায় একই এলাকার রঞ্জন বালার স্ত্রী মালতি বালার নামে ভিজিএফ এর কার্ড করে চাল তুলে আত্মসাত করতে থাকে। এদিকে কার্ডের মেয়াদ শেষ হতে লাগলে আবারও নতুন করে কার্ড করার জন্য জামাল লস্কর মালতির আইডি কার্ডের ফটোকপি দিয়ে আবেদন করে। সংশ্লিষ্ট দপ্তর অর্জিনাল আইডি কার্ড দেখতে চাই। এরপর জামাল লস্কর মালতি বেগমের আইডি কার্ড আনতে গেলে তার স্বামী রঞ্জন বালা তা দিতে অস্বীকৃতি জানায়। এতে ক্ষিপ্ত হয়ে জামাল লস্কর ও তার ছেলে জসিম লস্কর ২১ অক্টোবর দুপুরে পাতলা পূর্বপাড়া মন্দিরের পাশে ফেলে রঞ্জন বালাকে বেধড়ক মারপিট করে। আহত রঞ্জন বালা বর্তমানে তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এদিকে এঘটনায় মামলা দায়ের না করার জন্য ভুক্তভোগী পরিবারের সদস্যদের নানা ভাভে ভয়ভীতি ও হুমকি দিয়ে চলেছে। 
এব্যাপারে থানার অফিসার ইনচার্জ সালেকুজ্জামান বলেন, আহত পক্ষ মামলা দায়ের করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here

আজকের ভোরের ডাক পড়ুন এখানে