Channel Atv

সময়ের সাথে এগিয়ে চলে সাহসের সাথে কথা বলে

আসুন নিজেকে বদলায়। প্রতিদিন একটি ভালো কাজ করি। সুন্দর জীবন ও সমাজ গড়ি। নতুন সকাল

Breaking

Thursday, December 20, 2018

ভোট নিয়ে জনমনে শংকা বাড়ছে : নির্বাচনী প্রচারনাকালে মঞ্জু

বিজ্ঞপ্তি : একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারনার দ্বাদশ দিনে সকাল থেকে গভীর রাত অবধি নগরীর অলিগলি রাজপথে ব্যাপক গণসংযোগ, শুভেচ্ছা বিনিময় ও ধানের শীষের লিফলেট বিতরন করেছেন জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু।
এ সময় গণমাধ্যমের সাথে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন, খুলনার মানুষ ৩০ ডিসেম্বরে ভোট দেয়ার জন্য উদগ্রীব। কিন্ত তারা শংকায় রয়েছে। সাত মাস আগে কেসিসি নির্বাচনে যারা ভোট ডাকাতি করে নৌকাকে জিতিয়েছিল সেই অশুভ চক্র এবারও তৎপর। তারা ভোটারদেরকে ভয়ভীতি দিচ্ছে, মারপিট করছে, পোস্টার লিফলেট ছিড়ে ফেলছে, এলাকা ছাড়ার হুমকি দিচ্ছে। তিনি অভিযোগ করেন, খোদ সিটি মেয়র সিডিসির কর্মীদেরকে নৌকার পক্ষে ক্যাম্পেইন করতে বাধ্য করছেন। স্কুল , কলেজ, মাদ্রাসার শিক্ষকদের সাথে মিটিং করে নৌকার পক্ষে প্রকাশ্যে প্রচারে নামতে বলেছেন। বিএনপি নেতা মঞ্জু বলেন, এই সরকারের ১০ বছরের দুঃশাসন, অত্যাচার ও লুটপাটের জবাব ব্যালটের মাধ্যমে জনগন প্রদান করবে যদি তারা অবাধে ভোট দেয়ার সুযোগ পায়।
বৃহস্পতিবার সকাল ৮ টায় ৩০ নং ওয়ার্ডের রুপসা ট্রাফিক মোড় থেকে গণসংযোগ শুরু করেন নজরুল ইসলাম মঞ্জু। তিনি শ্মশান ঘাট রোড, দবিরউদ্দিন বাইলেন, টুটপাড়া মেইন রোড, মাস্টারপাড়া, বাইতুল আমান মহল্লা, খ্রিষ্টান পাড়া, জোড়াকল বাজারে ব্যাপক গণসংযোগ করেন। বেলা ১১ টায় ২১ নং ওয়ার্ডের স্টেশন রোড কদমতলা ও  রেল স্টেশন এবং দুপুর ২ টায় ৩১ নং ওয়ার্ডের ওহাব জুট মিল এলাকায় ব্যাপক গণসংযোগ করেন। বিকেলে তিনি গল্লামারি, নিরালা কাশেম নগর, ব্যাঙক কলোনী এলাকায় গণসংযোগ করেন।
এ সময় তার সাথে জোট নেতাদের মধ্যে এ্যাড. লতিফুর রহমান লাবু, মোস্তফা কামাল, সিরাজউদ্দিন সেন্টু, এ্যাড. আক্তার জাহান রুকু এবং বিএনপি নেতাদের মধ্যে সিরাজুল ইসলাম,এ্যাড. বজলার রহমান, এ্যাড. এস আর ফারুক, রেহানা আক্তার, আজিজুল হাসান দুলু, আমানউল্লাহ আমান, একরামুল হক হেলাল, কে এম হুমায়ুন কবির, জালু মিয়া, ইউসুফ হারুন মজনু, নাজমুল হুদা চৌধুরী সাগর, শরিফুল ইসলাম বাবু, নিয়াজ আহমেদ তুহিন, নাজিরউদ্দিন আহমেদ নান্নু, আফসারউদ্দিন মাস্টার, মরি কবির হোসেন, আবু সাঈদ শেখ, মোল্লা ফরিদ আহমেদ, তৌহিদুল ইসলাম খোকন, শহীদ খান, মাহবুব হোসেন, ইশতিযাকউদ্দিন লাভলু, হাসিনা আকরাম, রোকেয়া ফারুক, বুলবুল মোল্লা, কে এম মাহবুব আলম, নুরুল ইসলাম লিটন, মেহেদী হাসান লিটন, নুরু মিয়া, নাসিম, মামুন প্রমুখ অংশ নেন।




No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here

আজকের ভোরের ডাক পড়ুন এখানে