যশোর প্রতিনিধি : যশোর শহরতলীর শংকরপুর বাবলাতলা এলাকায় সন্ত্রাসীদের বন্দুকযুদ্ধে বিল্লু পারভেজ নামের এক যুবক নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে।
যশোর কোতোয়ালি থানার এসআই সোবহান শরীফ জানিয়েছেন, বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন শহরতলীর শংকরপুর বাবলাতলা এলাকায় সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি চলছে। এ সময় তিনি পুলিশের একটি টিম নিয়ে ঘটনাস্থলে যান। পুলিশ পৌঁছানোর আগেই সন্ত্রাসীরা ঘটনাস্থল ত্যাগ করে। এরপর সেখান থেকে অজ্ঞাত এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
যশোর কোতোয়ালি থানার এসআই সোবহান শরীফ জানিয়েছেন, বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন শহরতলীর শংকরপুর বাবলাতলা এলাকায় সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি চলছে। এ সময় তিনি পুলিশের একটি টিম নিয়ে ঘটনাস্থলে যান। পুলিশ পৌঁছানোর আগেই সন্ত্রাসীরা ঘটনাস্থল ত্যাগ করে। এরপর সেখান থেকে অজ্ঞাত এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
No comments:
Post a Comment