Channel Atv

সময়ের সাথে এগিয়ে চলে সাহসের সাথে কথা বলে

আসুন নিজেকে বদলায়। প্রতিদিন একটি ভালো কাজ করি। সুন্দর জীবন ও সমাজ গড়ি। নতুন সকাল

Breaking

Sunday, December 23, 2018

সংসদ নির্বাচনে তেরখাদায় নৌকার ভোট বিল্পবের প্রত্যাশা # উন্নয়নে মডেল হওয়ার পথে ছাগলাদাহ ইউনিয়ন

এস এম মাহবুবুর রহমান : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে চলেছেন খুলনার তেরখাদা উপজেলার ৩ নং ছাগলাদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম দীন ইসলাম। তিনি ইউনিয়নটিকে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তোলার মধ্য দিয়ে সরকারের সাফল্য তুলে ধরছেন। অনুন্নত প্রতিটি সড়ক পাকাকরণ, ভুতিয়ার বিল ও কুলা বাসুয়াখালী বিলের জলাবদ্ধতা নিরসন, আইন শৃঙ্খলার উন্নয়ন, খাল খনন এবং স্কুল কলেজ, মাদরাসা, মসজিদ, মন্দিরসহ সকল প্রতিষ্ঠানে ব্যাপক উন্নয়নমূলক কাজ এ ইউনিয়নের অনন্য দৃষ্টান্ত। উন্নয়নমূলক এসব নানা কারণে এ অঞ্চলে আওয়ামী লীগের গণ জোয়ার সৃষ্টি হয়েছে। এবারের জাতীয় নির্বাচনে নৌকার ভোট বিল্পব ঘটবে বলে আশাবাদ ব্যাক্ত করেছেনে ইউপি চেয়ারম্যান এস এম দীন ইসলাম।  
এলাকাবাসী জানায়, হাড়িখালি গ্রামের বন্ধ হয়ে যাওয়া খালের উপর বহু স্থাপনা ও গাছ লাগানো ছিলো। এলাকাবাসীর সহযোগীতায় তিনি ইউপি এসব উচ্ছেদ করে খনন কাজ অব্যাহত রেখেছেন। প্রাথমিক শিক্ষা ব্যবস্থার উন্নতি সাধন এবং শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নের প্রতি ব্যাপক উন্নয়নমূলক কাজের মাধ্যমে খ্যাতি অর্জন করে অল্প সময়ের মধ্যে খ্যতি ও সুনাম ছাগলাদাহসহ গোটা উপজেলাবাসীর হৃদয়ে স্থান করে নিয়েছে। ছাগলাদাহবাসীর ধারনা ইউপি চেয়ারম্যান এস এম দীন ইসলাম আবারও চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নবাসীর উন্নয়নের ভাগ্যের চাকা ঘুরবে। সেইসাথে আরও উন্নয়নের দিকে ধাপিত হয়ে ছাগলাদাহ ইউনিয়নবাসীর ডিজিটাল ইউনিয়নের স্বপ্ন বাস্তবায়ন হবে। 
ইউপি চেয়ারম্যান এস এম দীন ইসলাম বলেন, গত দশ বছরে এ ইউনিয়নে আমুল পরিবর্তন হয়েছে। প্রধানমন্ত্রীর আন্তরিকতা এবং প্রয়াত এমপির জীবদ্দশায় তার ও বর্তমান এমপি আব্দুস সালাম মুর্শেদীর প্রচেষ্টায় ইছামতির খাল, নাছুনিয়ার খাল, হাড়ীখালী খালসহ বন্ধ হয়ে যাওয়া প্রতিটি খাল খনন হচ্ছে। এই খাল খননের ফলে এলাকার জলাবদ্ধতা দুর হবে। কারো কোন ফসল বা ঘেরের মাছ আর বিনষ্ট হবেনা। অন্যদিকে এলাকাবাসী সব মৌসুমে চাষাবাদে পর্যাপ্ত পানি পাবে। এতে এলাকার কোন জমি আর অনাবদী থাকবেনা। তিনি বলেন এলাকায় বয়স্ক ভাতা, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, ভিজিএফ কার্ড বৃদ্ধিসহ ১০টাকা কেজি দরে চাল দেয়া হয়েছে। একসময় এই এলাকার মানুষের জীবনের নিরাপত্তা ছিলো না। সন্ত্রাসীদের ভয়ে অনেকেই ঘর থেকে বের হতে পরতো না। এখন তার অনেক উন্নতী হয়েছে। কোথাও চুরি পর্যন্ত হয়না। উন্নয়নের অংশ হিসেবে সাড়ে সাত কিলোমিটার নদী খনন করেছি। রূপসা ও তেরখাদার মিলন স্থান চাঁদপুর-ছাগলাদাহে স্লুইসগেটসহ রাস্তা নির্মাণ করেছি। এই স্লুইস গেট ও সড়ক নির্মাণ করায় দুই উপজেলার যোগাযোগের নতুন এক সেতুবন্ধন হয়েছে। তবে এখানকার দেড় কিলোমিটার সড়ক পাকা হলে যাতায়াত ব্যবস্থা আরো উন্নত হবে। ইউপি চেয়ারম্যান এস এম দীন ইসলাম বলেন, মানুষ দেখে উন্নয়ন। মুখের কথায় কেউ বিশ্বাস করেনা। আর আমি তাই মুখে না বলে কাজ করে তা প্রমাণ করে দিয়েছি। আমার এলাকার চলমান খাল খনন কাজ নির্বাচনের আগেই শেষ করবো। যাতে মানুষ আওয়ামী লীগ সরকারের উপর আরো বেশি আস্থাশীল হয়। 

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here

আজকের ভোরের ডাক পড়ুন এখানে