Channel Atv

সময়ের সাথে এগিয়ে চলে সাহসের সাথে কথা বলে

আসুন নিজেকে বদলায়। প্রতিদিন একটি ভালো কাজ করি। সুন্দর জীবন ও সমাজ গড়ি। নতুন সকাল

Breaking

Tuesday, November 27, 2018

দ্বিতীয় দিনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

ঢাকা অফিস : একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দ্বিতীয় দিনের মতো দলীয় মনোনয়নের চিঠি দিচ্ছে বিএনপি। মঙ্গলবার দ্বিতীয় দিনে সবশেষ খবর পাওয়া পর্যন্ত যারা বিএনপি থেকে মনোনয়নের চিঠি পেয়েছেন তারা হলেন-খন্দকার মাহবুব হোসেন (বরগুনা-২), মোস্তাফিজুর রহমান বাবুল (জামালপুর-৩), আলহাজ মোস্তাফিজুর রহমান (চট্টগ্রাম-১৬), তৌফিকুল ইসলাম (ব্রাহ্মণবাড়িয়া-৩), আব্দুল খালেক (ব্রাহ্মণবাড়িয়া-৬), আনোয়ারুল আজিম (কুমিল্লা-৯), জাকির হোসেন সরকার (কুষ্টিয়া-৯), ডা. রফিকুল ইসলাম হেলালী (নেত্রকোনা-৩), আবুল বাশার আকন্দ (ময়মনসিংহ-২), শাহ মোয়াজ্জেম  হোসেন (মুন্সীগঞ্জ-১), মো. শাহাবুদ্দীন সাবু ( লক্ষ্মীপুর-৩), মো. হারুনুর রশীদ (লক্ষ্মীপুর-১)।

নূরউদ্দীন অপু (শরীয়তপুর-৭), ব্যারিস্টার হায়দার আলী (শেরপুর-২), নুরুল আমিন (চট্টগ্রাম-১), আবু বকর সিদ্দিকুর রহমান/ আক্তারুজ্জামন (ময়মনসিংহ-১০),  সিরাজুল ইসলাম সিরাজ/ ডা. এম বাবর (গোপালগঞ্জ-২),  ডা. মো. আবদুস সেলিম (ময়মনসিংহ-৩),  অহীদুল ইসলাম বিশ্বাস (চুয়াডাঙ্গা-১), সালমান ওমর রুবেল (ময়মনসিংহ-১), রওশন আরা খাতুন (গাইবান্ধা-৩), সাঈদ সোহরাব (টাঙ্গাইল-৭), মজিবুল হক (কুমিল্লা-৩),  শ্যামা ওবায়েদ (ফরিদপুর-২), হযরত আলী (শেরপুর-১), নুরুল মোস্তফা (চট্টগ্রাম-৩), আলমগীর ফরিদ (কক্সবাজার-২), ফরিদা ইয়াসমিন (কুষ্টিয়া-২), খুরশিদ জামিল চৌধুরী (চট্টগ্রাম-২)।

এদিকে, রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় এলাকায় আজও সকাল থেকে মনোনয়নপ্রত্যাশী ও সমর্থকদের ভিড় দেখা গেছে।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here

আজকের ভোরের ডাক পড়ুন এখানে