নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহনের জন্য খুলনায় বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন।
২৭ নভেম্বর দুপুরে খুলনা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে এ মনোনয়নপত্র জমা দেন। খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন এ মনোনয়নপত্র গ্রহন করেন।
প্রথমে খুলনা-২ আসনে আওয়ামী লীগ মনোনীত বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ সালাহ্উদ্দিন জুয়েল ও খুলনা-৪ আসনে সাবেক তারকা ফুটবলার সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী মনোনয়নপত্র জমা দেন।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিজান, খুলনা চেম্বার সভাপতি কাজী আমিনুল হক, খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান হারন অর রশীদ, সাবেক সংসদ সদস্য মোল্লা জালাল উদ্দীন প্রমুখ।
পরে ঐক্য ফ্রন্ট (জেএসডি) থেকে খুলনা-৩ আসন থেকে এ্যাডভোকেট আ ফ ম মহসিন ও খুলনা-৬ আসনে মোঃ আইয়ুব আলী কাজী মনোনয়নপত্র জমা দেন। এছাড়া খুলনা-২ আসনে জাকের পার্টি মনোনীত এম ইদ্রিস আলী খান বিল্টু মনোনয়নপত্র জমা দেন।
No comments:
Post a Comment