ঢাকা অফিস : টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দান ও এর আশপাশ এলাকায় শনিবার সকাল থেকে অবস্থান নিয়েছেন তাবলিগ জামাতের দুই গ্রুপের মুসল্লিরা। শনিবার দুপুরে দুই গ্রুপে মুসল্লিদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও হামলার ঘটনা ঘটে। দুই গ্রুপের হামলায় বেশ কিছু মুসল্লি আহত হয়েছেন।
ইজতেমা সূত্র ও স্থানীয়রা জানায়, টঙ্গীর বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে মাওলানা জুবায়ের ও মাওলানা সা’দ এই দুই গ্রুপে বিভক্ত হয়ে পড়েন মুসল্লিরা। জোড় ইজতেমা উপলক্ষে মাওলানা জুবায়ের গ্রুপের তাববিগ জামাতের মুসল্লিরা ইজতেমা ময়দানে আগে থেকেই অবস্থান নিয়েছিলেন। শনিবার সকাল থেকেই সাদ গ্রুপের অনুসারীরা ইজতেমা ময়দান এলাকায় আসতে শুরু করেন এবং ভিতরে প্রবেশের চেষ্টা করেন। এ নিয়ে উভয় পক্ষের মুসল্লিদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সাদ গ্রুপের মুসল্লিরা ইজতেমা মাঠের চারপাশ এবং সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম লেনে অবস্থান নেন। এতে ওই লেনে যানবাহন চলাচল বিঘ্ন হয়।
এদিকে, উভয় গ্রুপ মুসল্লিদের মধ্যে থেমে থেমে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং দুপুরে হামলার ঘটনা ঘটে।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন জানান, দুপুরে মুসল্লিদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন মুসল্লি আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে আহতদের সংখ্যা জানা যায়নি।
No comments:
Post a Comment