Channel Atv

সময়ের সাথে এগিয়ে চলে সাহসের সাথে কথা বলে

আসুন নিজেকে বদলায়। প্রতিদিন একটি ভালো কাজ করি। সুন্দর জীবন ও সমাজ গড়ি। নতুন সকাল

Breaking

Sunday, November 4, 2018

খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারে ৫২তম ব্যাচের টিআরসিদের সমাপনী কুজকাওয়াজ অনুষ্ঠিত

জাফর ইকবাল অপু ॥ বাংলাদেশ পুলিশের ৫২তম ব্যাচের ট্রেইনি রিক্রুট কনস্টেবলদের (টিআরসি) সমাপনী কুজকাওয়াজ রবিবার সকালে খুলনার শিরোমনিস্থ পুলিশ ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশের এডিশনাল আইজি (এফ এন্ড ডি ) মো. মইনুর রহমান চৌধুরী।

প্রধান অতিথির বক্তৃতায় এডিশনাল আইজি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এমনই একটি অনুষ্ঠানে উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেছিলেন, ‘আপনারা ব্রিটিশ পুলিশ নন, পাকিস্তানি পুলিশ নন আপনারা আজ স্বাধীন বাংলাদেশের পুলিশ’। এডিশনাল আইজি বঙ্গবন্ধুর সেই কথাকে স্মরণ করে উপস্থিত প্রশিক্ষণার্থী সকল পুলিশ সদস্যদের বলেন, এই দেশ আমাদের, জনগণ আমাদের তাই দেশ আর জনগণের দায়ভার আমাদের নিতে হবে। তিনি জানান, স্বাধীনতার পর মাত্র তিন হাজার তিন’শ ৩৭জন পুলিশ সদস্য নিয়ে এ বাহিনীর যাত্রা শুরু হয়। বর্তমানে দুই লাখ পাঁচ হাজার ৬৬৭জন সদস্য এ বাহিনীতে কাজ করছে। তিনি প্রশিক্ষনার্থী কনস্টেবলদের সততা ও নিষ্ঠার সাথে নিজ নিজ দায়িত্ব পালনেরও আহ্বান জানান।

এর আগে প্রধান অতিথি কুজকাওয়াজ পরিদর্শন এবং সালাম গ্রহণ করেন। পরে তিনি ছয়জন বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী টিআরসি’র মাঝে পুরস্কার প্রদান করেন। সকল বিষয়ে চৌকস টিআরসি নির্বাচিত হন মো. তরিকুল ইসলাম টুটুল। অনুষ্ঠানে খুলনা রেঞ্জ ডিআইজি মো. দিদার আহমেদ, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. হুমায়ুন কবীর, পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুকসহ পুলিশের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here

আজকের ভোরের ডাক পড়ুন এখানে