নিজস্ব প্রতিবেদক : খুলনায় মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের জামাতা বাংলাদেশ ব্যাংক খুলনা শাখার ডিজিএম প্রভাস চন্দ্র দত্ত (৫০) গুলিবিদ্ধ হয়েছেন। ৩০ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে মহানগরীর বকশীপাড়া বাইলেনের প্রভাসের বাসায় ডুকে সন্ত্রাসীরা তাকে গুলি করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে, প্রভাস চন্দ্রের পেটের ডান দিকে গুলি লেগেছে। রাতেই তার অস্ত্রপচার করা হয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনা (মিডিয়া অ্যান্ড কমিউনিটি পুলিশং) সোনালী সেন বলেন, সন্ত্রাসীদের শনাক্ত ও আটক করা চেষ্টা চলছে।
No comments:
Post a Comment