বিজ্ঞপ্তি : শুক্রবার দুপুরে ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ইউনিয়নের বাদূরগাছা কুলোটি গ্রাম আয়োজিত রাশমেলার অনুষ্ঠানে মহিলাদের নৌকা বাইচ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন প্রধান অতিথি বাংলাদেশের খুলনায় নিযুক্ত ভারতীয় ডেপুটি হাই কমিশনার মি. রাজেশ কুমার রায়না। এসময় উপস্থিত ছিলেন গুটুদিয়া ইউনিয়নের চেয়ারম্যান দৈনিক প্রবর্তন সম্পাদক ও আওয়ামীলীগ নেতা মোস্তফা সরোয়ার। এর আগে তিনি বাদুরগাছা মিলন মন্দিরে ধর্মীয় অনুষ্ঠান উপভোগ করেন এবং দুপুরের আহার করেন। এসময় আরো উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান গুটুদিয়া আওয়ামীলীগের সভাপতি বিরাজ কান্তি মল্লিক, কুলোটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক চন্ডিদাস মন্ডল, গুটুদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক শংকর কুমার মন্ডল, কুলোটি বালিকা বিদ্যালয়ের প্রধানশিক্ষক মিলন তরফদার, ডা. ধীরেন্দ্র নাথ মন্ডল, অধ্যক্ষ নিহার ফৌজদার, আওয়ামীলীগ নেতা পরিতোষ সরকার প্রমুখ।
Friday, November 23, 2018
গুটুদিয়ায় রাশ স্নান অনুষ্ঠানে ভারতীয় ডেপুটি হাই কমিশনার
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Responsive Ads Here
No comments:
Post a Comment