নিজস্ব প্রতিবেদক : রূপসা-বাগেরহাট অটো রিক্সা ও অটোটেম্পু শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং খুলনা ৮৩১) কার্য নির্বাহী কমিটির প্রতি অনাস্থা জ্ঞাপন করে ৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করেছে সাধারণ শ্রমিকরা।
গঠনতন্ত্র মোতাবেক কমিটির সভা না করা, সদস্যদের মাসিক চাঁদা আত্মসাত, জেডিএল এ বার্ষিক রিটান জমা না দেওয়, মেয়াদ শেষ হওয়ার পরও নির্বচন না দেওয়া এবং সাধারণ সম্পাদকের একক আধিপত্ব বিস্তার করাসহ নানা অভিযোগে এই আহ্বায়ক কমিটি গঠন করা হয় বলে শ্রমিকরা জানিয়েছে।
১৭ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টায় সংগঠনের ১৪০জন সদস্যের উপস্থিতিতে অনুষ্ঠিত সাধারণ সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়। নব গঠিত আহ্বায়ক কমিটির সদস্যরা হলেন, আহ্বায়ক মো. মফিজুল ইসলাম, সদস্য মেহেদী হাসান খান, মো. আব্দুর রাজ্জাক খান, মো. সোহেল আহমেদ রাজা ও মো. ইয়াছিন শেখ সানু। আহ্বায়ক কমিটি গঠনের পর ইউনিয়নের সকল প্রকার চাঁদা আদায় বন্ধ করে দেওয়ায় সাধারণ সদস্যদের মাঝে অনেকটা স্বস্তি ফিরে এসেছে। এদিকে নতুন এ আহ্বায়ক কমিটি আগামী তিন মাসের মধ্যে সকল সদস্যদের অংশগ্রহণে নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন করবেন বলে জানিয়েছন।
সভার রেজুলেশনে উল্লেখিত সাধারণ সম্পাদকের
অনিয়মের আংশিক তুলে ধরা হলো :
২০১২ সালে কমিটির মেয়াদ শেষ হওয়ার পরও এ পর্যন্ত বার বার মৌখিকভাব বলা সত্বেও ইউনিয়নের নির্বাচন দেওয়ার ব্যাপারে কোন প্রকার উদ্যোগী ভূমিকা পালন করেননি। নির্বাচিত হওয়ার পর থেকে এ পর্যন্ত কোন কমিটির মিটিং এমনকি সাধারণ সভা করেননি। ইউনিয়নের সাধারণ সম্পাদক ছাত্তার মিয়া তার একক আধিপত্ব দিয়ে ইচ্ছামত ইউনিয়ন পরিচালনা করেন। ইউনিয়নের সাধারণ সদস্যদের মাসিক চাঁদা একা আত্মসাত করেন।
No comments:
Post a Comment