বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল সীমান্ত পথে ভারতে পাচারের সময় ১২ লাখ ৯৯ হাজার টাকাসহ রনি আহম্মেদ (৩০) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
২৩ অক্টোবর বিকেলে বেনাপোল সীমান্তের খলসি বাজার থেকে তাকে আটক করা হয়। রনি বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী উত্তর পাড় গ্রামের আবুল কাশেমের ছেলে।
বিজিবি জানায়, বেনাপোল সীমান্ত পথে বিপুল পরিমাণ টাকার একটি চালান পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই পাচারকারীকে আটক করা হয়। পরে তার কাছে থেকে ১২ লাখ ৯৯ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
বিজিবি-২১ ব্যাটালিয়নের পাঁচভুলোট বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার বাবলু ইসলাম জানান, রনির বিরুদ্ধে মুদ্রা পাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।
No comments:
Post a Comment