বিনোদন ডেস্ক : সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন রণবীর সিং-দীপিকা পাড়ুকোন। বিয়ের দিন দীপিকা কী গহনা পরবেন তা নিয়েও চলছে নানা গুঞ্জন।
সম্প্রতি মুম্বাইয়ের আদ্ধেরিতে অবস্থিত একটি জুয়েলারি দোকানে গিয়েছিলেন দীপিকা। সচরাচর সেখান থেকেই গহনা কিনে থাকেন তিনি। বিয়ের জন্য ১ কোটি রুপির গহনা কিনেছেন দীপিকা। এর মধ্যে তার হীরা সম্বলিত মঙ্গলসূত্রের মূল্য ২০ লাখ রুপি। এছাড়া রণবীর সিংয়ের জন্য একটি চেইনও কিনেছেন পদ্মাবত অভিনেত্রী। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
সঞ্জয় লীলা বানসালি পরিচালিত রাম-লীলা সিনেমার শুটিং সেট থেকে শুরু, এরপর বিভিন্ন সময় বলিপাড়ায় রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের প্রেম ও বিয়ের গুঞ্জন চাউর হয়েছে। প্রায় ছয় বছর লুকোচুরি শেষে গত ২১ অক্টোবর বিয়ের তারিখ ঘোষণা করেন রণবীর-দীপিকা।
আগামী ১৪ ও ১৫ নভেম্বর হবে বিয়ের আনুষ্ঠানিকতা। ইতালির লেক কোমোতে হবে বিয়ে। দুই রীতিতে হবে বিয়ের আনুষ্ঠানিকতা। এসময় দুই পরিবারের সদস্য, ঘনিষ্ঠ বন্ধু ও আত্মীয়রা উপস্থিত থাকবেন। বিয়ের ছবি যেন ফাঁস না হয় এ জন্য নাকি অতিথিদের মোবাইল ফোন সঙ্গে না নিতে অনুরোধ করা হয়েছে।
No comments:
Post a Comment