Channel Atv

সময়ের সাথে এগিয়ে চলে সাহসের সাথে কথা বলে

আসুন নিজেকে বদলায়। প্রতিদিন একটি ভালো কাজ করি। সুন্দর জীবন ও সমাজ গড়ি। নতুন সকাল

Breaking

Wednesday, January 9, 2019

পাবলিক হল ভেঙ্গে অডিটরিয়ামসহ বহুতল ভবন নির্মাণের লক্ষ্যে সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : খুলনা সিটি কর্পোরেশন পরিচালিত পাবলিক হল পরিত্যক্ত ঘোষণাপূর্বক তদস্থলে অডিটরিয়ামসহ বহুতল ভবন নির্মাণের লক্ষ্যে এক সভা বুধবার বিকাল ৩টায় পাবলিক হল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। 

খুলনার বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া, কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা পলাশ কান্তি বালা, জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, গণপূর্ত বিভাগ খুলনা’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী কাজী ওয়াসিফ আহমেদ, কেসিসি’র প্যানেল মেয়র মো: আলী আকবর টিপু, প্রধান প্রকৌশলী মোঃ নাজমুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী  মশিউজ্জামান খান, জাহিদ হোসেন শেখ প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।

সভায় খুলনা পাবলিক হল দ্রুত পরিত্যক্ত ঘোষণার লক্ষ্যে গণপূর্ত বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী কাজী ওয়াসিফ আহমেদ-কে প্রধান করে কেসিসি ও এলজিইডি’র প্রকৌশলীদের সমন্বয়ে ৬ সদস্য বিশিষ্ট একটি টেকনিক্যাল কমিটি গঠন করা হয়। কমিটি আগামী এক সপ্তাহের মধ্যে বিভাগীয় কমিশনার সমীপে রিপোর্ট পেশ করবেন মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়। সভার পূর্বে সিটি মেয়র বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকসহ উপস্থিত কর্মকর্তাদের সাথে নিয়ে পাবলিক হলের বর্তমান অবস্থা সরেজমিন পরিদর্শন করেন। 

উল্লেখ্য, ১.৭২ একর জমির উপর অবস্থিত খুলনা পাবলিক হল ব্যবহারের অনুপযোগী হওয়ায় গত ১১ ডিসেম্বর ২০১২ তারিখ অনুষ্ঠিত কেসিসি’র বিশেষ সভায় হলটি পরিত্যক্ত ঘোষণার সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। হলটি পরিত্যক্ত ঘোষণার পর সেখানে সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ড পরিচালনার জন্য আধুনিক ব্যবস্থাপনা সম্বলিত অডিটরিয়ামসহ বহুতল ভবন নির্মাণ করা হবে বলে সিটি মেয়র সভায় উল্লেখ করেন। 

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here

আজকের ভোরের ডাক পড়ুন এখানে