Channel Atv

সময়ের সাথে এগিয়ে চলে সাহসের সাথে কথা বলে

আসুন নিজেকে বদলায়। প্রতিদিন একটি ভালো কাজ করি। সুন্দর জীবন ও সমাজ গড়ি। নতুন সকাল

Breaking

Thursday, October 25, 2018

আলোচনার মাধ্যমে দ্বন্দ্ব নিরসন সম্ভব হলে সমাজ ও রাষ্ট্র উপকৃত হবে : জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক : খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন বলেছেন, মানুষ সামাজিক জীব। এখানে সামাজিক সম্প্রীতি প্রয়োজন। কিন্তু অস্বীকার করার উপায় নেই যে, সমাজে দ্বন্দ্ব আছে। দ্বন্দ্বের শুরুতেই আলোচনার মাধ্যমে নিরসন সম্ভব হলে ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র উপকৃত হবে। সমাজের প্রভাবশালী মানুষদের সহযোগিতা নিয়ে প্রাথমিক অবস্থায় দ্বন্দ্বসমূহ নিরসন করা গেলে তা’ দেশের সার্বিক উন্নয়নে ইতিবাচক ফলাফল নিয়ে আসবে।
তিনি ২৫ অক্টোবর সকালে সুইস সরকারের অর্থায়নে হেলভেটাস ও রূপান্তর কর্তৃক বাস্তবায়িত ‘সামাজিক সংলাপের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে দ্বন্দ্ব নিরসন’ প্রকল্পের অবহিতকরণ ও পরামর্শ সভায় প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন। খুলনা সার্কিট হাউস মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন রূপান্তর-এর নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ। সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার পুলিশ সুপার এস এম শফিউল্লাহ এবং স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ইশরাত জাহান। রূপান্তর-এর নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম খোকন-এর সঞ্চলনায় অনুষ্ঠিত এ সভায় সম্মানিত অতিথি ছিলেন, হেলভেটাস ইন্টার কোঅপারেশনের সিনিয়র টিম লিডার ডেভিড মার্লে। আরো বক্তৃতা করেন সুন্দরবন একাডেমি’র নির্বাহী পরিচালক অধ্যাপক আনোয়ারুল কাদির, খুলনা প্রেস ক্লাবের সভাপতি ফারুক আহমেদ, বটিয়াঘাটা উপজেলা চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম খান, জেলা পরিষদ সমস্য জয়ন্তী রাণী সরদার, জেলা মার্কেটিং অফিসার আব্দুস সালাম তরফদার, ইউপি চেয়াম্যান মনোরঞ্জন ম-ল, শেখ আবুল বাসার, ইসমাইল হোসেন মোল্লা বাবু, কেয়ারের রিজিওন্যাল প্রোগ্রাম ম্যানেজার সাজেদা ইয়াসমিন, নারীনেত্রী শামীমা সুলতানা শিলু. আইনজীবী এ্যাড আক্তারুজ্জামান প্রমূখ।
সভায় বক্তারা বলেন, গ্রাম পর্যায়ে সবচেয়ে বেশী দ্বন্দ্ব সংঘাত হয় জমি নিয়ে। এছাড়া রাজনৈতিক, পারিবারিক, এবং সামাজিক প্রভাব বিস্তারের কারণে দ্বন্দ্ব সংঘাতের কারণেও দ্বন্দ্বের ঘটনা ঘটে। স্থানীয় পর্যায়ে প্রাথমিক অবস্থায় দ্বন্দ্ব নিরসন করা গেলে মামলার সংখ্যা অর্ধেকে নেমে আসবে।
সভায় জানানো হয়, সামাজিক সংলাপের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে দ্বন্দ্ব নিরসনের জন্য একটি উদ্ভাবনী প্রকল্প গ্রহণ করা হয়েছে। পরীক্ষামূলক এ উদ্ভাবনী প্রকল্পটি বাস্তবায়িত হবে খুলনা জেলার বটিয়াঘাটা ও ফুলতলা উপজেলার ছয়টি ইউনিয়নে। এ প্রকল্পটি সফল হলে তা’ দেশের বিভিন্ন স্থানে এই প্রকল্পটি ছড়িয়ে দেয়া হবে।
সভায় বলা হয়, সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট এ্যান্ড কো-অপারেশন (এসডিসি) কয়েকটি উদ্ভাবনী প্রকল্প বাস্তবায়নের জন্য আর্থিক সহায়তা প্রদান করেছে উন্নয়ন সহযোগী সংস্থা হেলভেটাসকে। সামাজিক সংলাপের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে দ্বন্দ্ব নিরসন এমন একটি উদ্ভাবনী উপ-প্রকল্প যা হেলভেটাসের পক্ষে মাঠ পর্যায়ে রূপান্তর বাস্তবায়ন করবে। এটি একটি গবেষণামূলক প্রকল্প যা প্রাথমিক পর্যায়ে খুলনা জেলাতেই বাস্তবায়িত হবে। রূপান্তর এই গবেষণাধর্মী প্রকল্প মাঠ পর্যায়ে কাজ করে সরকারের সামাজিক শান্তি-সম্প্রীতি বজায় রাখতে গৃহীত উদ্যোগকে শক্তিশালী করবে এবং এসডিজি গোল-১৬ অর্জনে অবদান রাখবে।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here

আজকের ভোরের ডাক পড়ুন এখানে