Channel Atv

সময়ের সাথে এগিয়ে চলে সাহসের সাথে কথা বলে

আসুন নিজেকে বদলায়। প্রতিদিন একটি ভালো কাজ করি। সুন্দর জীবন ও সমাজ গড়ি। নতুন সকাল

Breaking

Thursday, January 10, 2019

তেরখাদা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থীদের গনসংযোগ

নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আমেজ শেষ হতে না হতেই তেরখাদা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সম্ভাব্য প্রার্থীরা গনসংযোগ শুরু করেছে। সেইসাথে বিভিন্ন কৌশলে দলীয় মনোনয়ন পাওয়ার জোর লবিং চালিয়ে যাচ্ছে। তবে এখনো মাঠে নামেনি বিএনপির কোন প্রার্থী।
আগামী মার্চ মাসে উপজেলা পরিষদ নির্বাচন হলে হাতে আর বেশি সময় নেই। তাই সম্ভব্য প্রার্থীরা চায়ের আসরে নিজেদেরকে মনোনয়ন প্রত্যাশী বলে ভোটারদের কাছে দোয়া প্রার্থনার পাশাপাশি ভোট চাওয়া শুরু করেছেন। যদিও এখনও নির্বাচন কমিশন উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল বা দিন তারিখ কোনটাই ঘোষণা করেননি। কিন্তু উপজেলার সম্ভাব্য ভাইস চ্যেয়ারম্যান প্রার্থীরা আগে-ভাগেই চায়ের দোকান থেকে শুরু করে উপজেলার বিভিন্ন গ্রামে গ্রামে দলীয় নেতা কর্মীদের কাছে দোয়া ও সমর্থন চেয়ে আসছেন। এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী আট জন নেতার নাম শোনা যাচ্ছে। এরা হলেন সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মো. জনাব আলী শেখ, উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ তবিবুর রহমান, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক এম ফরিদ আহম্মেদ, উপজেলা আওয়ামীলীগের সদস্য সাবেক যুবলীগ নেতা মোল্যা আব্বাস আলী, সাবেক ছাত্রলীগের সভাপতি যুবলীগ নেতা ও প্রয়ত ভাইস চেয়ারম্যান মোল্যা এহিউল ইসলামের ভাই শারাফাৎ হোসেন মুক্তি, উপজেলা আওয়ামীলীগের সদস্য ও সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোল্যা অহিদুজ্জামান ফরিদ, উপজেলা যুবলীগের সভাপতি এফ এম মফিজুর রহমান, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক শংকর কুমার বালা। মনোনয়ন প্রত্যাশিরা তাদের স্ব-পক্ষে সমর্থন পাওয়ার জন্য দলের নেতা কর্মীদের চায়ের দোকানে ডেকে নিয়ে আলাপ আলোচনাসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচার-প্রচারনা চালিয়ে যাচ্ছেন। দলের মনোনয়ন পাওয়ার ব্যাপারে সবাই আশাবাদী। তবে বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি বা অন্য কোন দলের প্রার্থীর নাম এখনও শোনা যায়নি। 

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here

আজকের ভোরের ডাক পড়ুন এখানে