Channel Atv

সময়ের সাথে এগিয়ে চলে সাহসের সাথে কথা বলে

আসুন নিজেকে বদলায়। প্রতিদিন একটি ভালো কাজ করি। সুন্দর জীবন ও সমাজ গড়ি। নতুন সকাল

Breaking

Wednesday, January 9, 2019

রূপসায় স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক : প্রেম ঘটিত বিষয়কে কেন্দ্র করে রোজিনা খাতুন (১৬) নামে এক স্কুল শিক্ষার্থী আত্মহত্যা করেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।
পারিবারিক সূত্র ও পুলিশ জানায়, রূপসা উপজেলার নৈহাটীস্থ শহিদ মিনার রোড এলাকার রুহুল আমিন শেখের কন্যা গত ৯ জানুয়ারী আনুমানিক বেলা ১২টার দিকে নিজ ঘরের আঁড়ার সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। এ সময় তার বাড়িতে কেউ ছিলনা। পরবর্তীতে মৃতের মাতা তানজিলা বেগম বাড়িতে এসে ঘরের আঁড়ার সাথে মেয়েকে ঝুলতে দেখে। মৃত রোজিনা খাতুন নৈহাটী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এস এস সি পরীক্ষার্থী ছিল বলে পারিবারিক সূত্রে জানায়। এ বিষয়ে স্কুল শিক্ষার্থীর মাতা জানান, দীর্ঘ ৩ বছর ধরে তার কন্যার সাথে শ্রীরামপুর গ্রামের জনৈক শাহিনের সাথে প্রেমের সম্পর্ক চলে আসছিল। ঘটনার দিন আনুমানিক বেলা ১১ টার দিকে শাহিনের সাথে তার কন্যার মোবাইল ফোনে দীর্ঘক্ষণ কথা হয়। কথার সূত্র ধরে মান অভিমানের এক পর্যায়ে আত্মহত্যা করেছে বলে জানায়। এ ব্যাপারে পুলিশের ধারণা প্রেম ঘটিত বিষয়কে কেন্দ্র করে আত্মহত্যার ঘটনা ঘটেছে।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here

আজকের ভোরের ডাক পড়ুন এখানে