নিজস্ব প্রতিবেদক : গত ১২ ডিসেম্বর ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত খুলনা ৩ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোজাম্মেল হক এর ১১ নং ওয়ার্ডের আওতাধীন প্লাটিনাম আবাসিক কলোণিতে নির্বাচনী গণসংযোগ চলাকালীন সময় ছাত্রলীগ পরিচয় দানকারীদের পরিকল্পিত হামলার কারণে প্রার্থীসহ প্রায় ১০ জন আহত হয়। গুরুতর আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন মাওলানা মোজাম্মেল হক (প্রার্থী) (৫৫), তানভীর হক (২৪), হাসিবুর রহমান (২১), রাকিবুল ইসলাম (২৭)। হামলার ঘটনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ খালিশপুর থানায় লিখিত অভিযোগ, খালিশপুর পিপলস থেকে প্লাটিনাম অভিমুখী তাৎক্ষণিক প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। প্রার্থী আহত হওয়ায় পরিপূর্ণ সুস্থ হয়ে নির্বাচনী প্রচারণায় ফিরে আসতে সময়ক্ষণ অতিবাহিত হতে পারে। নির্বাচনী কাজকে সুষ্ঠু পরিবেশে ফিরিয়ে আনার জন্য এবং হামলাকারীদের উপযুক্ত বিচারের আওতায় আনার জন্য প্রশাসন, ইসিসহ সকল মানবাধিকার সংগঠনকে সোচ্চার হওয়ার জন্য জোর দাবি করছি ।
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যক্ষ হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, খুলনা জেলা সভাপতি মাওলানা আব্দল্লাহ ইমরান, নগর সহ-সভাপতি মাওলানা মুজাফ্ফার হোসাইন, নগর সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন, নগর সেক্রেটারী মুফতী আমানুল্লাহ, জেলা সেক্রেটারী, শেখ হাসান ওবায়দুল করীম, মাওলানা ইমরান হুসাইন, গোলাম মোস্তফা সজীব মোল্লা, তরিকুল ইসলাম কাবির, জি. এম কিবরিয়া, মিজানুর রহমান,নগর শ্রমিক আন্দোলনের সভাপতি আলহাজ্ব জাহিদুল ইসলাম , নগর শ্রমিক আন্দোলনের সম্পাদক আবুল কালাম আজাদ, নগর ইসলামী যুব আন্দোলন সভাপতি ইসমাইল হোসেন নগর সম্পাদক ইমরান হোসেন মিয়া, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন খুলনা জেলা সভাপতি শেখ আমীরুল ইসলাম, নগর সভাপতি ইসহাক ফরিদি, বিএল কলেজ সভাপতি হাসানুজ্জামান, নগর সহ-সভাপতি সাইফুল ইসলাম, জেলা সহ-সভাপতি এস.কে নাজমুল হাসান, নগর সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ, মেহেদী, নাজমুল হুদা সহ প্রমূখ নেতৃবৃন্দ।
No comments:
Post a Comment