জাফর ইকবাল অপু : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০১৮ এর জেলা পর্যায়ের সামপনী ও পুরস্কার বিতরণ বৃহস্পতিবার বিকেলে খুলনা খালিশপুর পোর্ট মাধ্যমিক বিদ্যালয় ভিতরের মাঠে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) গোলাম মাঈনউদ্দিন হাসান। বিশেষ অতিথি ছিলেন ফুটবলার শেখ মোঃ আসলাম এবং খুলনা পিটিআই’র সুপারিনটেনডন্ট স্বপন কুমার বিশ্বাস। সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর আলম এতে সভাপতিত্ব করেন। এসময় বিভিন্ন উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন। খুলনা জেলা প্রাথমিক শিক্ষা অফিস এই টুর্নামেন্টের আয়োজন করে।
অতিথিরা বলেন, শিশুর শারীরিক ও মানসিক বিকাশের জন্য প্রয়োজন সুস্থ দেহ ও মন। এজন্য খেলাধুলা প্রতিযোগিতার কোনো বিকল্প নেই। এছাড়া ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে শিশুর নেতৃত্বের বিকাশ ঘটে। ছেলেদের পাশাপাশি মেয়েরা ক্রিকেট এবং ফুটবলসহ সকল খেলাধুলায় তারা ভাল করছে। কোমলমতি শিশুদের ভালভাবে তৈরি করতে হবে। বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট বাংলাদেশে ক্ষুদে ফুটবলার তৈরির ক্ষেত্রে অনন্য ভূমিকা পালন করে যাচ্ছে। বিদ্যালয়ে সবসময় সকল খেলাধুলা নিয়মিত অনুশীলন করার জন্য অতিথিরা শিক্ষকদের প্রতি আহবান জানান।
পরে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে ট্রফি বিতরণ করেন। ফাইনাল এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বালক দক্ষিণ মদিনাবাদ মুসফিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কয়রা উপজেলা এবং রানার আপ কল্যাণশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বটিয়াঘাটা উপজেলা। বালিকা চ্যাম্পিয়ান নোয়াকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাইকগাছা উপজেলা এবং রানার আপ তেঁতুল তলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বটিয়াঘাটা উপজেলা।
No comments:
Post a Comment