নিজস্ব প্রতিবেদক : তথ্য মন্ত্রণালয়ের চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর (ডিএফপি) এর মহাপরিচালক মোহাম্মদ ইসতাক হোসেন শুক্রবার সন্ধ্যায় খুলনা আঞ্চলিক তথ্য অফিস, পিআইডি পরিদর্শন করেন। এসময় তিনি খুলনা থেকে প্রকাশিত বিভিন্ন দৈনিক পত্রিকা সম্পর্কে পিআইডির কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।
এর আগে তিনি দৈনিক বাংলার খবর, দৈনিক অনির্বান, দৈনিক কালান্তর, দৈনিক সময়ের খবর, দৈনিক পূর্বাঞ্চল, দৈনিক দক্ষিণাঞ্চলসহ খুলনার স্থানীয় কয়েকটি পত্রিকা অফিস পরিদর্শন করেন।
পরিদর্শনকালে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের পরিচালক (বিজ্ঞাপন ও নিরীক্ষা) আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন, উপ-পরিচালক সেলিনা আকতার, সহকারী পরিচালক ডায়ানা ইসলাম সিমাসহ অন্যান্য সফরসঙ্গী উপস্থিত ছিলেন।

No comments:
Post a Comment