Channel Atv

সময়ের সাথে এগিয়ে চলে সাহসের সাথে কথা বলে

আসুন নিজেকে বদলায়। প্রতিদিন একটি ভালো কাজ করি। সুন্দর জীবন ও সমাজ গড়ি। নতুন সকাল

Breaking

Monday, December 17, 2018

‘শেখ হাসিনা গণমাধ্যম বান্ধব প্রধানমন্ত্রী ‘

জাফর ইকবাল অপু : খুলনা-২ আসনে মহাজোট মনোনীত প্রার্থী সেখ সালাহ্ উদ্দিন জুয়েল বলেছেন, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা গণমাধ্যম বান্ধব একজন প্রধানমন্ত্রী। তাঁর শাসনামলে বাংলাদেশে ৪০ টির বেশী টেলিভিশন, হাজারের উপরে পত্রিকা, ২৫টির মত রেডিও অসংখ্য অনলাইন পত্রিকা অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাজার হাজার শিক্ষিত বেকারের কর্মসংস্থান হয়েছে। গণমাধ্যম এবং এর সাথে জড়িত কর্মীদের অবাধ স্বাধীনতা দিয়েছেন প্রধানমস্ত্রী। আজ গণমাধ্যম কর্মীরাই সত্য ইতিহাস তুলে ধরে বাংলাদেশকে একটি মর্যাদায় জায়গায় নিয়ে এসেছে। তারা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধকে সংরক্ষণ করতে কাজ করছে। তিনি আরো বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতায় এই গণমাধ্যম কর্মীদের বিশেষ ভূমিকা ছিলো। তাদের ভূমিকার কারনেই সারা বিশ্ব বাংলাদেশের নির্যাতনের কথা জানতে পেরে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাকে সমর্থন দিয়ে পাশে দাড়িয়েছিলো। এই গণমাধ্যম কর্মীরাই আজ স্বাধীনতার পক্ষে থাকার জন্য একমত পোষণ করেছে। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাসকে টিকিয়ে রাখতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান তিনি।
সোমবার বেলা ১১টায় খুলনা প্রেস ক্লাবে স্বাধীনতা সাংবাদিক ফোরাম আয়োজিত সমাবেশে বক্তব্য কালে তিনি এসব কথা বলেন। স্বাধীনতা সাংবাদিক ফোরামের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টুর সভাপতি ও সাধারণ সম্পাদক এস এম জাহিদ হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন, খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, সদর থানা আওয়ামী লীগ সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলাম, দৈনিক পূর্বাঞ্চলের সম্পাদক মোহাম্মদ আলী সানি, খুলনা প্রেস ক্লাবের সভাপতি ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু, খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) সাধারণ সম্পাদক শাহ আলম, সাংবাদিক এ কে হিরু, শেখ আবু হাসান, মোঃ সাহেব আলী, সুবীর রায়, মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, মোজাম্মেল হক হাওলাদার, আনোয়ারুল ইসলাম কাজল, আসাদুজ্জামান রিয়াজ, নেয়ামুল হোসেন কচি, মোঃ সাঈয়েদুজ্জামান সম্্রাট, এস এম ফরিদ রানা, সুনিল দাস, দেবব্রত রায়, মোস্তফা কামাল আহমেদ, মামুন রেজা, সুমন আহমেদ, আল মাহমুদ প্রিন্স, জয়নাল ফরাজী, নূর হাসান জনি, দিলীপ বর্মণ, হাসান আল মামুন, এম এম মিন্টু, মেহেদী হাসান পলাশ, বিমল সাহা, দানিয়েল সুজিত বোস, আব্দুল মালেক সহ দলের বিভিন্ন পর্যায়ের সাংবাদিক নেতৃবৃন্দ। এছাড়া ছাত্রলীগ নেতা আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল হক, মো. জাহাঙ্গীর হোসেন খান, তারিকুল ইসলাম, কাজী জাহিদুল ইসলাম, মো. জাকির হোসেন হাওলাদার, টিএম আরিফ, শফিকুর রহমান পলাশ, শেখ শাহজালাল হোসেন সুজন, এস এম আসাদুজ্জামান রাসেল, কামরুল ইসলাম, সুলতান আহমেদ খানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এর আগে সকালে ১৮নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় তিনি গণসংযোগ ও পথসভা করেন। পরে তিনি টোলের মোড়ে হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় করেন।


No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here

আজকের ভোরের ডাক পড়ুন এখানে