Channel Atv

সময়ের সাথে এগিয়ে চলে সাহসের সাথে কথা বলে

আসুন নিজেকে বদলায়। প্রতিদিন একটি ভালো কাজ করি। সুন্দর জীবন ও সমাজ গড়ি। নতুন সকাল

Breaking

Monday, December 17, 2018

বড়দিন সুষ্টু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন উপলক্ষে এক মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক : খুলনা মহানগরীতে আসন্ন বড়দিন সুষ্টু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন উপলক্ষে এক মতবিনিময় সভা ১৭ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় খুলনা মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের সম্মেলন কক্ষে পুলিশ কমিশনার মোঃ হুমায়ুন কবির, পিপিএম এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায়  উপস্থিত ছিলেন ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) মোল্লা জাহাঙ্গীর হোসেন, বিশেষ পুলিশ সুপার (সিএসবি) রাশিদা বেগম, ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ এহসান শাহ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিএসবি) (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মনিরা সুলতানা, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া এন্ড পিআর) সোনালী সেনসহ কেএমপি’র উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও থানার অফিসার ইনচার্জগণ এবং খুলনা মহানগর খ্রিষ্টান এসোসিয়েশনের সভাপতি নরবার্ট গোমেজ, সহ-সভাপতি সেবাষ্টিন সরকার-সহ অন্যান্য নেতৃবৃন্দ।  মতবিনিময় সভায় খুলনা মহানগরী এলাকায় বড়দিনের উৎসব চলাকালীন সময়ে গীর্জা ও আশেপাশের এলাকায় নিরাপত্তার জন্য আইন-শৃঙ্খলা বাহিনী তৎপর থাকা, গীর্জা কর্তৃপক্ষের নিজস্ব ব্যবস্থাপনায় প্রতিটি গীর্জায় সিসি ক্যামেরা স্থাপণের ব্যবস্থা করা, মসজিদের আযান ও নামাজের সময় মাইকসহ সকল প্রকার বাদ্যযন্ত্র বাজানো থেকে বিরত থাকা, গীর্জা কেন্দ্রিক কোন প্রকার মেলা/ভ্রাম্যমান দোকান বসানো থেকে বিরত রাখা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি গীর্জা কর্তৃপক্ষ নিজস্ব ভলেন্টিয়ারের ব্যবস্থা করা, কোন প্রকার আতশবাজি ব্যবহার না করা, সকল প্রকার মদ্যপান হতে বিরত থাকা ও  গীর্জা কর্তৃপক্ষ স্থানীয় থানা/পুলিশ ফাঁড়ির টেলিফোন নম্বর/মোবাইল নম্বর সংরক্ষণ করার সিদ্ধান্ত গৃহীত হয়।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here

আজকের ভোরের ডাক পড়ুন এখানে