নিজস্ব প্রতিবেদক : খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট দিয়ে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে ৪র্থ বারের মত প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায় খুলনা, মোংলা, রামপাল সহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলে উন্নয়নের অগ্রযাত্রা সুচিত হয়েছে। আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট ক্ষমতায় না আসলে অতীতের মত এ অঞ্চলে উন্নয়নের চাকা থেমে যাবে। তিনি বলেন, দু’হাজার এক সালে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর বিএনপি-জামায়াত শেখ আবু নাসের বিশেষায়িত হাপাতালের নির্মাণ কাজ, বন্দরের উন্নয়ন কজা সহ এ অঞ্চলের উন্নয়নের কাজ বন্ধ করে দেয়। তারা আবার ক্ষমতায় আসলে এ অঞ্চলের মানুষের ভাগ্যে একই দশা ঘটবে। ইতোমধ্যে খুলনার উন্নয়নে প্রধানমন্ত্রী সাড়ে চৌদ্দশত কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। বিএনপি জোট ক্ষমতায় আসলে আবারও বঞ্চনার শিকার হতে পারে খুলনা। তাই আসন্ন নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে হবে।
সিটি মেয়র মঙ্গলবার বিকাল ৬টায় নগরীর নিউ মার্কেট কাঁচা বাজার চত্বরে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। জননেতা তালুকদর আব্দুল খালেক আবারও খুলনা সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হওয়ায় খুলনা ছাব্বিশ বাজার খুচরা কাঁচামাল ব্যবসায়ী সমিতি এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে সিটি মেয়র আরো বলেন, খুলনাকে জলাবদ্ধতা মুক্ত পরিচ্ছন্ন ও সুন্দর নগরী হিসেবে গড়ে তুলতে প্রচেষ্টা শুরু করেছি। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা খুলনার উন্নয়নে অত্যন্ত আন্তরিক। তাঁর নির্দেশে রামপাল পাওয়ার প্লান্ট, ফয়লা বিমান বন্দর, মোংলা-দামোদর রেল লাইন স্থাপন সহ বহু প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে চলেছে। এছাড়া ভেড়ামারা মোংলা গ্যাস লাইন নির্মাণের কজা শুরু হতে যাচ্ছে। সিটি মেয়র বলেন, আওয়ামী লীগের রাজনীতির বৈশিষ্ট সাধারণ মানুষের কল্যাণ করা। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে সাধারণ মানুষের কল্যাণ হয়। তিনি খুলনা মহানগরীর খুচরা কাঁচামাল ব্যবসায়ীদের বিভিন্ন দাবির প্রশ্নে বলেন, সরকারি রেটের বাইরে বাজার থেকে কোন টোল আদায় করা হবে না।
খুলনা ছাব্বিশ বাজার খুচরা কাঁচামাল ব্যবসায়ী সমিতির সভাপতি শেখ মোঃ ইকবাল হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা-৩ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান ও সাবেক সংসদ সদস্য কেডিএ নিউ মার্কেট দোকান মালিক সমিতির সভাপতি আব্দুল গফফার বিশ্বাস। অন্যান্যের মধ্যে সমিতির সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন কালু, ব্যবসায়ী মোঃ সোবহান শেখ, আব্দুল হামিদ, মোঃ আব্দুর রাজ্জাক প্রমুখ অনুষ্ঠানে বক্তৃতা করেন। অনুষ্ঠানে সর্বস্তরের কাঁচামাল ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।
এদিকে পুনরায় খুলনা সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হওয়ায় তালুকদার আব্দুল খালেক’কে আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় নগরীর কাস্টম ঘাট এলাকার ব্যবসায়ীদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। ইট প্রস্তুতকারী, পাথর, কয়লা, ইট-বালু ব্যবসায়ী ঐক্য পরিষদ ও কাঠ ব্যবসায়ী সমিতি-খুলনা এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। ইট প্রস্তুতকারক মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখ আব্দুস সাত্তার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা জেলা আওয়ামীলীগের সভাপতি ও খুলনা জেলা পরিষদের চেয়্যাারম্যান শেখ হারুনুর রশিদ, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোল্লা জালাল উদ্দিন, কেসিসি’র কাউন্সিলর ফকির মোঃ সাইফুল ইসলাম, কাউন্সিলর কাজী আবুল কালাম আজাদ বিকু, খুলনা সদর থানা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. সাইফুল ইসলাম ও অধ্যক্ষ শহিদুল হক মিন্টু। অনুষ্ঠানে ব্যবসায়ী, আওয়ামী লীগ ও অংগসংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
No comments:
Post a Comment