Channel Atv

সময়ের সাথে এগিয়ে চলে সাহসের সাথে কথা বলে

আসুন নিজেকে বদলায়। প্রতিদিন একটি ভালো কাজ করি। সুন্দর জীবন ও সমাজ গড়ি। নতুন সকাল

Breaking

Wednesday, November 7, 2018

পরিকল্পিত খুলনা গড়তে সাংবাদিকসহ সবার সহযোগিতা চাই : কেডিএ চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক : পরিকল্পিত এবং দৃষ্টিনন্দন খুলনা গড়ে তোলার জন্য সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের  (কেডিএ) চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম মাহমুদ হাসান, এনডিসি, পিএসসি, পিইঞ্জ।
ভবিষ্যতের খুলনা কেমন হওয়া উচিত’ এ বিষয়টি বিবেচনায় এনে একটি মাস্টার প্লান অনুযায়ী আধুনিক খুলনা গড়তে বহুমুখি দৃষ্টি নন্দন প্রকল্প বাস্তবায়নে কাজ করতে চান তিনি। 
বুধবার সকালে খুলনা প্রেসক্লাবের আয়োজনে হুমায়ুন কবীর বালু মিলানয়তনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় কেডিএ’র চেয়ারম্যান একথা বলেন।
তিনি বলেন, কেডিএ এখন অনেক সম্প্রসারিত এলাকা। কেডিএ’র কাজের পরিধি অনেক বেড়েছে। নিউ মার্কেট, বাস টার্মিনাল, প্রান্তিক মার্কেটসহ বিভিন্ন প্রকল্প দৃষ্টিনন্দন করতে হবে। কেসিসি সহ অন্যান্য দপ্তরের সাথে সমন্বয় করে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার মধ্য দিয়ে কাজ করতে হবে। এ লক্ষ্যে সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা চাই। খুলনা প্রেসক্লাবের সাথে কেডিএ’র দীর্ঘ সম্পর্কের কথা উল্লেখ করে তিনি খুলনা প্রেস ক্লাবের উন্নয়নে বিগত সময়ের মতো সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এর আগে কেডিএ’র চেয়ারম্যানকে খুলনা প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলের তোড়া ও ক্লাবের শুভেচ্ছা  ক্রেস্ট তুলে দিয়ে স্বাগত জানানো হয়। 
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি ফারুক আহমেদ। সভা পরিচালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, কেডিএ’র প্রধান প্রকৌশলী মোঃ সাবিরুল আলম, খুলনা প্রেস ক্লাবের নির্বাহী সদস্য মোহাম্মদ আলী, সাবেক সভাপতি শেখ আবু হাসান, সাবেক সাধারণ সম্পাদক মামুন রেজা, সাবেক সদস্য সচিব মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ। 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেডিএ’র সচিব লস্কার তাজুল ইসলাম, তত্ত্ববধায়ক প্রকৌশলী শামীম জেহাদ, খুলনা প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি অরুণ সাহা, সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান মিলটন, কোষাধ্যক্ষ মোঃ হেদায়েৎ হোসেন মোল্লা, নির্বাহী সদস্য এস এম নজরুল ইসলাম, এস এম হাবিব, মো: সাঈয়েদুজ্জামান সম্রাট,  সোহরাব হোসেন,  হাসান আহমেদ মোল্লা ও সামছুজ্জামান শাহীন, ক্লাবের সাবেক সভাপতি মকবুল হোসেন মিন্টু ও এ কে হিরু, সাবেক সাধারণ সম্পাদক সুবীর কুমার রায়, ক্লাব সদস্য আনোয়ারুল ইসলাম কাজল, বাপ্পী খান, হারুন-অর-রশীদ, মোঃ আনিসুজ্জামান, এনামুল হক, আবুল হাসান হিমালয়, দেবব্রত রায়, মুহাম্মদ আবু তৈয়ব, এইচ এম আলাউদ্দিন, মোস্তফা কামাল আহমেদ, শেখ আব্দুল্লাহ, গোলাম মোস্তফা সিন্দাইনী, মো: শাহ আলম, নাজমা আক্তার, মো: আবু  সাঈদ , আব্দুল মালেক, সাইদা আক্তার রিনি, শেখ শামসুদ্দীন দোহা, এস এম আমিনুল ইসলাম, মো. খায়রুল আলম, সুনীল কুমার দাস, ক্লাবের ইউজার সদস্য রীতা রানী দাস, মো. জাকারিয়া হোসেন তুষার, মো. আজিজুল ইসলাম, মো. আবুল বাশার, মো. রকিবুল ইসলাম মতি, শরিফুল ইসলাম বনি, শেখ আব্দুল হামিদ, মোঃ রবিউল গাজী (উজ্জ্বল), তিতাস চক্রবর্তী ও কাজী ফজলে রাব্বী শান্ত, সুদিপ দাস প্রমুখ। 
x

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here

আজকের ভোরের ডাক পড়ুন এখানে