পঞ্চগড় সংবাদদাতা :
পঞ্চগড়ে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০ জন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
শুক্রবার রাত পৌনে ৮টার দিকে দশ মাইল এলাকায় পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিদ্যুতের পোলবাহী একটি ট্রাক তেঁতুলিয়া থেকে পঞ্চগড়ের দিকে এবং যাত্রীবাহী একটি বাস পঞ্চগড় থেকে বাংলাবান্ধার দিকে যাওয়ার পথে দশ মাইল এলাকায় সংঘর্ষ হয়।
তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। আহতদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল ও পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
পঞ্চগড়ে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০ জন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
শুক্রবার রাত পৌনে ৮টার দিকে দশ মাইল এলাকায় পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিদ্যুতের পোলবাহী একটি ট্রাক তেঁতুলিয়া থেকে পঞ্চগড়ের দিকে এবং যাত্রীবাহী একটি বাস পঞ্চগড় থেকে বাংলাবান্ধার দিকে যাওয়ার পথে দশ মাইল এলাকায় সংঘর্ষ হয়।
তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। আহতদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল ও পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
No comments:
Post a Comment