Channel Atv

সময়ের সাথে এগিয়ে চলে সাহসের সাথে কথা বলে

আসুন নিজেকে বদলায়। প্রতিদিন একটি ভালো কাজ করি। সুন্দর জীবন ও সমাজ গড়ি। নতুন সকাল

Breaking

Friday, October 26, 2018

পোস্তগোলায় পরিবহন শ্রমিক-পুলিশ সংঘর্ষ, নিহত ১

ঢাকা অফিস : সেতুর টোল বৃদ্ধিকে কেন্দ্র করে ঢাকার কেরানীগঞ্জের পোস্তগোলা এলাকায় পরিবহন শ্রমিক ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়েছে।

সংঘর্ষে মো. সোহেল নামে (২৮) একজন মারা গেছেন। আহত হয়েছেন প্রায় ১০ জন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার সকালে এ সংঘর্ষ হয়। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সংঘর্ষস্থল থেকে বেলা সাড়ে ১০টার দিকে গুলিবিদ্ধ মো. সোহেলকে (২৮) ইকুরিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। গুলিবিদ্ধ দুই শ্রমিকসহ আরো কয়েকজনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক ওসি (তদন্ত) মো. কামাল হোসেন বলেন, ‘পরিস্থিতি বর্তমানে শান্ত হয়েছে। এ ঘটনায় কারা জড়িত তা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

শুক্রবার দুপুরে ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া রাইজিংবিডিকে বলেন, ‘আহত দুজন ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তারা গুলিবিদ্ধ হয়েছেন। এরা হলেন- মো. আকাশ (২৫) ও মাসুদ (৩০)। আরো তিনজনকে চিকিৎসা দেওয়ার জন্য হাসপাতালে আনা হয়।’

স্থানীয়রা জানান, সকালে সেতু এলাকায় বাড়তি টোল আদায়কে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ছোঁড়ে। সময়ের সঙ্গে শ্রমিকের সংখ্যা বাড়তে থাকে। শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়লে পুলিশ পাল্টা গুলি চালায়। এ সময় বেশকিছু যানবাহনও ভাঙচুর করা হয়। দুপুরের দিকে স্থানীয় চেয়ারম্যান এসে সেতুতে টোল আদায় বন্ধ ঘোষণা করলে পরিস্থিতি শান্ত হয়।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here

আজকের ভোরের ডাক পড়ুন এখানে