যশোর প্রতিনিধি : যশোরের শার্শার বারপোতা বাজার এলাকা থেকে ৪০ পিস সোনার বারসহ সজিব হোসেন (২৬) নামের এক সোনা পাচারকারীকে আটক করেছেন বিজিবি সদস্যরা।
জব্দকৃত সোনার বারের ওজন ৫ কেজি ১০০ গ্রাম। যার বাজার মূল্য প্রায় আড়াই কোটি টাকা।
আটক সজিব হোসেন যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের সাতমাইল মাঠপাড়া গ্রামের রেজাউল ইসলামের ছেলে।
বিজিবি সদস্যরা জানান, শুক্রবার সকাল ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পথে সোনার একটি বড় চালান ভারতে পাচার হবে বলে জানতে পারেন তারা। সোনার চালান পাচারের সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেন। এক পর্যায়ে বেনাপোল সদর ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার হারাধন, নায়েক তরিকুল ইসলাম, সিপাহী মাসুম বারপোতা বাজারে অভিযান চালিয়ে সজিব হোসেন নামের এক যুবককে মোটরসাইকেলসহ আটক করেন। পরে ক্যাম্পে নিয়ে তার শরীরে তল্লাশি চালিয়ে প্যান্টের পকেট থেকে ৪০ পিস স্বর্ণের বার জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণেরবারের ওজন ৫ কেজি ১০০ গ্রাম।
৪৯ বিজিবি ব্যাটালিয়ন পরিচালক মোহাম্মদ আরিফুল হক ৪০ পিস সোনার বারসহ সজিব হোসেন নামের এক সোনা পাচারকারীকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আটককৃত যুবকের বিরুদ্ধে সোনা পাচার আইনে মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।’
জব্দকৃত সোনার বারের ওজন ৫ কেজি ১০০ গ্রাম। যার বাজার মূল্য প্রায় আড়াই কোটি টাকা।
আটক সজিব হোসেন যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের সাতমাইল মাঠপাড়া গ্রামের রেজাউল ইসলামের ছেলে।
বিজিবি সদস্যরা জানান, শুক্রবার সকাল ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পথে সোনার একটি বড় চালান ভারতে পাচার হবে বলে জানতে পারেন তারা। সোনার চালান পাচারের সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেন। এক পর্যায়ে বেনাপোল সদর ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার হারাধন, নায়েক তরিকুল ইসলাম, সিপাহী মাসুম বারপোতা বাজারে অভিযান চালিয়ে সজিব হোসেন নামের এক যুবককে মোটরসাইকেলসহ আটক করেন। পরে ক্যাম্পে নিয়ে তার শরীরে তল্লাশি চালিয়ে প্যান্টের পকেট থেকে ৪০ পিস স্বর্ণের বার জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণেরবারের ওজন ৫ কেজি ১০০ গ্রাম।
৪৯ বিজিবি ব্যাটালিয়ন পরিচালক মোহাম্মদ আরিফুল হক ৪০ পিস সোনার বারসহ সজিব হোসেন নামের এক সোনা পাচারকারীকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আটককৃত যুবকের বিরুদ্ধে সোনা পাচার আইনে মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।’
No comments:
Post a Comment