ক্রীড়া রিপোর্ট : ওয়ালটন জাতীয় ক্রিকেট লিগের বর্তমান চ্যাম্পিয়ন খুলনা বিভাগ। ওয়ালটন ২০তম জাতীয় ক্রিকেট লিগের চার রাউন্ড শেষ হয়েছে। কিন্তু এখনো জয়ের মুখ দেখেনি চ্যাম্পিয়নরা। উল্টো চতুর্থ রাউন্ডে আজ নিজেদের মাঠে রাজশাহী বিভাগের কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে হার মেনেছে খুলনা। জয়ী দল রাহশাহী পেয়েছে ৯.৮ পয়েন্ট। আর খুলনা পেয়েছে মাত্র ১.১ পয়েন্ট।
এই হারের ফলে প্রথম স্তরের পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান নিয়েছে চ্যাম্পিয়নরা। ৪ ম্যাচের ৩টিতে ড্র করে ও ১টিতে হেরে ১১.০৪ পয়েন্ট নিয়ে খুলনা রয়েছে সবার নিচে। অন্যদিকে চার ম্যাচের ১টিতে জিতে ২২.৮১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান নিয়েছে রাজশাহী বিভাগ। ১৭.৯৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রংপুর বিভাগ। ১১.১১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে বরিশাল বিভাগ। অবশ্য শেষ দুই রাউন্ডে জয় তুলে নিয়ে ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে খুলনার সামনে। এখন দেখার বিষয় সেটা তারা করে দেখাতে পারে কিনা।
বৃহস্পতিবার চতুর্থ রাউন্ডের শেষ দিনে মূলত রাজশাহীর বোলারদের কাছে হেরেছে খুলনা। প্রথম ইনিংসে খুলনার করা ৩০৯ রানের জবাবে রাজশাহী তোলে ৪৩১ রান। ১২২ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে খুলনা। কিন্তু রাজশাহীর বোলারদের তোপের মুখে মাত্র ১৫৮ রানে অলআউট হয়ে যায় চ্যাম্পিয়নরা। তাতে রাজশাহীর সামনে জয়ের লক্ষ্যমাত্রা দাঁড়ায় মাত্র ৩৭ রান। হাতে ২২ ওভার থাকলেও মাত্র ৪.৪ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর ফেলে রাজশাহী। রাজশাহীর যে দুটি উইকেটের পতন ঘটেছে দুটিই নিয়েছেন খুলনার আল-আমিন হোসেন। রাজশাহীর অধিনায়ক জহুরুল ইসলাম অমি ৬ বলে অপরাজিত ১৫ রান করেন।
তার আগে খুলনার ইনিংসে বল হাতে ধ্বস নামান রাজশাহীর পেসার ফরহাদ রেজা, শফিউল ইসলাম ও মুক্তার আলী। ফরহাদ রেজা ১৬ ওভার বল করে ৭ মেডেনসহ মাত্র ২৬ রান দিয়ে নেন ৪টি উইকেট। মুক্তার আলী ৭ ওভার বল করে ৩ মেডেনসহ মাত্র ১৩ রান দিয়ে নেন ৩টি উইকেট। আর শফিউল ১৬ ওভারে ১ মেডেনসহ ৫৯ রান দিয়ে নেন ৩টি উইকেট।
দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে খুলনার নাহিদুল ইসলাম সর্বোচ্চ ৩০* রান করেন। এ ছাড়া সৌম্য সরকারের বদলি হিসেবে নামা রবিউল ইসলাম রবি ২৪, মইনুল ইসলাম ২৩ ও নুরুল হাসান ২২ রান করেন। ম্যাচসেরা হন রাজশাহীর পেসার ফরহাদ রেজা।
No comments:
Post a Comment