Channel Atv

সময়ের সাথে এগিয়ে চলে সাহসের সাথে কথা বলে

আসুন নিজেকে বদলায়। প্রতিদিন একটি ভালো কাজ করি। সুন্দর জীবন ও সমাজ গড়ি। নতুন সকাল

Breaking

Thursday, October 25, 2018

চুয়াডাঙ্গায় স্কুলছাত্র খুন

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা সদরে খুন হয়েছেন সুভাষ কুমার সাধুখা (১৪) নামের এক কিশোর। আজ বৃহস্পতিবার সকালে শহরের সাহিত্য পরিষদের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।নিহত সুভাষ চুয়াডাঙ্গা সদর উপজেলার তেষট্টিআড়িয়া গ্রামের গনেশ চন্দ্র সাধুখার ছেলে। সে গিরিশ নগর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

নিহত সুভাষের কাকাতো ভাই মহাদেব কুমার জানান, বুধবার দিবাগত রাতে গ্রাম থেকে আটজন আলমসাধু যোগে বের হয়। তারা চুয়াডাঙ্গা শহরে পান্না সিনেমা হল চত্বরের মহানামযজ্ঞ অনুষ্ঠানে আসে। এরপর হঠাৎ করে রাত ২টার দিকে সুভাষ নিখোঁজ হয়। খোঁজাখুজি করে না পেয়ে বাকি সাতজন গ্রামে ফিরে আসে।

চুয়াডাঙ্গা পুলিশ সুপার মাহবুবুর রহমান জানান, সকালে স্থানীয়রা একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার  জের ধরে সুভাষকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।



No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here

আজকের ভোরের ডাক পড়ুন এখানে