Channel Atv

সময়ের সাথে এগিয়ে চলে সাহসের সাথে কথা বলে

আসুন নিজেকে বদলায়। প্রতিদিন একটি ভালো কাজ করি। সুন্দর জীবন ও সমাজ গড়ি। নতুন সকাল

Breaking

Thursday, October 25, 2018

রবীন্দ্রনাথের লাবণ্য পরীমনি

বিনোদন রিপোর্ট : কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখার ভক্ত চিত্রনায়িকা পরীমনি। নিয়মিত তার লেখা পড়েন তিনি। তা ছাড়া বাসার ড্রইংরুমের দেয়ালে প্রিয় কবির একাধিক ছবিও ঝুলিয়ে রেখেছেন তিনি।

এবার রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী উপন্যাস ‘শেষের কবিতা’-এর লাবণ্য চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন পরীমনি। আর এ সুযোগ কিছুতেই হাতছাড়া করছেন না তিনি। তাই তো ওয়েব সিরিজে অভিনয় করতেও আপত্তি নেই এই অভিনেত্রীর।

গতকাল বুধবার ছিল পরীমনির জন্মদিন। রাজধানীর সোনারগাঁও হোটেলে জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করেন তিনি। এ সময় ওয়েব সিরিজে লাবণ্য চরিত্রে অভিনয়ের ঘোষণা দেন পরীমনি। এ সময় বিষয়টি নিয়ে খুব উৎফুল্ল দেখায় তাকে। ‘শেষের কবিতা’ নিয়ে ওয়েব সিরিজ প্রযোজনা করছে কলকাতার আড্ডা টাইমস। এর মাধ্যমে বাংলাদেশে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করতে যাচ্ছে। ‘শেষের কবিতা’ নির্মাণ করবেন বাংলাদেশের হিমেল আশরাফ।


এ সময় চিত্রনায়িকা পরীমনি বলেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্ট কর্মের জন্য আমি এতদিন অপেক্ষা করছিলাম। ওয়েব সিরিজ হলেও তাতে কিছু যায় আসে না। রবীন্দ্রনাথের উপন্যাসে কাজ করার সুযোগ পেয়েছি, এজন্য আমি নিজেকে ভাগ্যবান মনে করছি। আমার শিল্পী জীবনের একটি স্বপ্ন পূরণ হতে যাচ্ছে।’


পরিচালক হিমেল আশরাফ বলেন, ‘‘শেষের কবিতা’ যখন নির্মাণের পরিকল্পনা করি তখন প্রথমেই মাথায় আসে লাবণ্য চরিত্রটি কে করবেন! তখনই মনে হলো বাংলাদেশ থেকে লাবণ্য চরিত্রের জন্য পরীমনিই যোগ্য। তবে অমিত চরিত্রে অভিনয় করবেন কলকাতার কোনো এক অভিনেতা।’’

ওয়েব সিরিজটি ৮ পর্বে নির্মিত হবে। প্রতি পর্বের ব্যাপ্তি ১৫ মিনিট। আগামী বছর ভালোবাসা দিবস (১৪ ফেব্রুয়ারি) উপলক্ষে এটি প্রকাশ করা হবে। আগামী ১ ডিসেম্বর থেকে ঢাকায় ‘শেষের কবিতা’-এর শুটিং শুরু হবে। শেষাংশের শুটিং কলকাতায় হবে বলে জানা যায়।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here

আজকের ভোরের ডাক পড়ুন এখানে