যশোর প্রতিনিধি : যশোর ও কালীগঞ্জে মদ পানে দুইজনের মৃত্যু হয়েছে। তারা হলেন- যশোর শহরতলী ধর্মতলা এলাকার সুনীল দাসের ছেলে দিপু দাস (৩৫) ও ঝিনাইদহের কালীগঞ্জের কলেজপাড়া এলাকার অখিল দাসের ছেলে মুন্না দাস (৩৫)।
মুন্না দাসের ভাই অন্তর দাস জানান, বৃহস্পতিবার রাতে পূজার আনন্দে মদ পান করেন মুন্না। এতে তিনি অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে যশোর ২৫০ শয্যা হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় শুক্রবার সকাল ৯টার দিকে মুন্না মারা যান।
এদিকে, পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে দিপু দাস পূজায় অতিরিক্ত মদ পান করেন। এতে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন থাকা অবস্থায় শুক্রবার সকালে তিনি মারা যান।
যশোর কোতয়ালি থানার এসআই শহিদুল ইসলাম, চিকিৎসকের মতে, অতিরিক্ত মদ পানে ওই দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় দুটি মামলা হয়েছে। ময়নাতদন্তে বিস্তারিত জানা যাবে।
No comments:
Post a Comment