গণপিটুনির শিকার হয়ে আটক ছিনতাইকারী রাজু রাজশাহীর বোয়ালিয়া থানার দরগাহপাড়ার আব্দুর রাজ্জাকের ছেলে।
ভুক্তভোগী স্কুল শিক্ষক শহরের ডিসির বাংলো বাসিন্দা টস্টিফেন সরোজ মণ্ডল বলেন, যশোর প্রধান ডাকঘর থেকে সঞ্চয় ভাঙিয়ে এক লাখ টাকা নিয়ে বাসায় যেতে আমি রিকশার জন্য অপেক্ষা করছিলাম। এ সময় তিন থেকে চারজন ছিনতাইকারী আমার ওই টাকা ছিনিয়ে নিয়ে দৌড় দেয়। পরে আমার চিৎকারে স্থানীয় লোকজন এসে রাজুকে ধরতে পারলেও অন্যরা পালিয়ে যান।
যশোর কোতয়ালি মডেল থানার উপ পরিদর্শক (এসআই) সাইদুল আলম বলেন, টাকা ছিনতাইয়ের খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় রাজুকে ধরে এনেছি। পরে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
No comments:
Post a Comment