নিজস্ব প্রতিবেদক : দুর্ণীতি দমন কমিশনের খুলনা বিভাগীয় পরিচালক মো. নাসিম আনোয়ার বলেছেন, দুর্ণীতিমুক্ত দেশ গড়তে হলে আগে দুর্ণীতিমুক্ত মানুষ গড়তে হবে। আর সেই দুর্ণীতিমুক্ত সোনার মানুষ গড়তে হলে আজ যারা শিশু বয়সী রয়েছে তাদের এ ব্যাপারে সচেতন করতে হবে। কেননা আজকের শিশুরাই হলো আগামী দিনের ভবিষ্যত। সেই লক্ষ্য নিয়েই দুর্ণীতি দমন কমিশন স্কুল পর্যায়ে কাজ শুরু করেছে।
সোমবার বেলা ১১টায় রূপসা উপজেলার বাগমারাস্থ সামছুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত শিক্ষার্থীদের মাঝে দুদক কর্তৃক শিক্ষা উপকরণ বিরতণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। রূপসা উপজেলা প্রশাসন ও দুপ্রক এ অনুষ্ঠানের আয়োজন করে।
উপজেলা নির্বাহী অফিসার মো. ইলিয়াছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দুদকের সমন্বিত খুলনা জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহা. আবুল হোসেন, রূপসা উপজেলা দুপ্রকের সভাপতি শেখ মো. আব্দুর রশিদ, নৈহাটী ইউপি চেয়ারম্যান মো. কামাল হোসেন বুলবুল ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান মোস্তাক। সহকারী শিক্ষক দিদার আলীর পরিচালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হায়দার আলী,
রূপসা প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম মাহবুবুর রহমান, বিদ্যালয়ের সহকারি শিক্ষক প্রদীপ কুমার পাল, মনতেজ আলী, হায়দার আলী, মোর্কারব বিল্লাহ, আনন্দ কুমার পাল, ফরিদা ইয়াসমিন, হালিমা বেগম প্রমূখ। এর আগে শিক্ষার্থীদের দুদকের শপথ বাক্য পাঠ করানো হয়।
No comments:
Post a Comment