নিজস্ব প্রতিবেদক : খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এক সাথে জন্ম নেয়া ৪টি সন্তান এখানো সুস্থ আছে। তাবে তাদের শরীর অনেকটায় দুর্বল। স্যালাইনহ বিভিন্ন মেডিসিনের সাহায্যে চিকিৎসা দেয়া হচ্ছে। ২৯ অক্টোবর হাসপাতালে গিয়ে জানা গেছে এসব তথ্য।
২৭ অক্টোবর সকাল ৬ টা থেকে সাড়ে ৭টার মধ্যে পর পর ৪টি সন্তানের জন্ম দিয়েছেন বাগেরহাটের ফকিরহাট উপজেলার পিলজঙ্গ গ্রামের বিষ্ণু দত্ত’র স্ত্রী সুবর্ণা দত্ত। ৪ সন্তানের মধ্যে ৩ জন ছেলে ও একজন মেয়ে। এদিকে সদ্যজাত সন্তানদের সু-চিকিৎসার ব্যবস্থা করতে হিমিশিম খাচ্ছে হতদরিদ্র পিতা বিষ্ণু দত্ত। সুবর্ণ দত্ত বলেন আগে কয়েকবার আল্টাসনো করিয়েছিলাম। রিপোর্ট চিকিৎসকরা বলেছিলেন গর্ভে তিনটি সন্তান রয়েছে। পরে দেখলাম তাদের রিপোর্ট ভুল ছিলো।
বিষ্ণু দত্ত বলেন, বৃহস্পতিবার সকালে প্রসব ব্যথা উঠলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার সকাল ৬টা থেকে সাড়ে ৭টার মধ্যে স্বাভাবিক নিয়মে ডা. লক্ষ্মীরানী চারটি সন্তান প্রসব করান। মা ও শিশুদের চিকিৎসা খরচ চালাতে গিয়ে বিপাকে পড়েছেন তিনি। তিনি বলেন হাসপাতালের পরিবেশ খুব একটা ভালোনা। একদিকে নোংরা অপর দিকে অব্যবস্থাপনা। কিন্তু ভালো পরিবেশে ওদের চিকিৎসা করাতে হলে তো অনেক টাকার দরকার।
সদ্য ভুমিষ্ট ৪ সন্তানের জনকের এসব অভিযোগের প্রমান অনেকটাই। ধরা পড়ে চ্যানেল এটিভির ক্যামেরায়। হাসপাতালে রোগীর বেডে রোগী ছাড়া ৪/৫ জন থাকছে। আবার ওয়ার্ডের ফ্লোর ছাড়া বারান্দায় যত্রযত্রভাবে বিছানা করে পড়ে আছে অনেক রোগী। এক সাথে চার সন্তানের জন্ম হওয়ার সংবাদ শুনে প্রতিদিন হাসপাতালে নবজাত শিশুদের দেখতে ভিড় জমাচ্ছে উৎসুক জনতা।
No comments:
Post a Comment