রূপসা প্রতিনিধি: রূপসা উপজেলার বিভিন্ন এলাকায় অবস্থিত বিভিন্ন অটো রাইস মিল এ সরকারি আইন অমান্য করে পাট জাত দ্রব্যের ব্যবহার নিস্ক্রিয় করার অভিযোগ উঠেছে। ২৯ অক্টোবর জাবুসা এলাকায় অবস্থিত কাজী আ: সোবাহান অটো রাইস মিলে আকস্মিক ভাবে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এর সত্যতা মিলেছে।
জানাগেছে, উক্ত মিলে প্রতিষ্ঠান প্রধান সরকারী আইনকে অমান্য করে দীর্ঘদিন ধরে পাট জাত দ্রব্যের পরিবর্তে অতিরিক্ত মুনাফা লাভের আশায় প্লাস্টিক জাতীয় দ্রব্য (প্লাস্টিকের বস্তা) হর হামেশা ব্যবহার করছে। তাছাড়া উক্ত প্রতিষ্ঠান প্লাস্টিকের বস্তায় ভারতীয় সীল, লোগো ব্যবহার করে বস্তার মধ্যে দেশীয় সস্তা চাউল ভরে ভারতের চাউল হিসেবে বাজারজাত করছে। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট, রূপসা উপজেলা নির্বাহী অফিসার মো: ইলিয়াছুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে উক্ত প্রতিষ্ঠানে আকস্মিক অভিযান চালিয়ে পন্যে পাট জাত মোড়কের বাধ্যতা মূলক ব্যবহার আইন ২০১০ অনুযায়ী ১ লক্ষ টাকা জরিমানা দন্ডে দন্ডিত করেন। এ সময় উপস্থিত ছিলেন খুলনা দৌলতপুর পাট অধিদপ্তরের মুখ্য পরিদর্শক রাধে শ্যাম নাথ, এস.আই টিপু সুলতান সহ উপজেলা নির্বাহী দপ্তরের কর্মকর্তা।
No comments:
Post a Comment