নিজস্ব প্রতিবেদক : খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী বলেছেন সংবাদ মাধ্যমই পারে একটি জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। তাই সাংবাদিকদের সঠিক লেখনির মাধ্যমে জাতিকে বিশ্বের দরবারে উপস্থাপন করতে হবে। তিনি আরো বলেন সাংবাদিকরাই আমাকে আজ সালাম মূর্শেদী বানিয়েছে। এছাড়া তিনি বলেন মাদক ও দখলদারিত্বের সাথে কোন অপোষ নেই। সে যেই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে। পাশাপাশি সংখ্যালঘুদেরকে কোন নির্যাতন বরদাস্ত করা হবে না। গত ২০ জানুয়ারী দুপুরে রূপসা প্রেসক্লাবের আয়োজনে তাকে দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপসা প্রেসক্লাবের সভাপতি রবিউল ইসলাম তোতা। বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী, উপজেলা নির্বাহী অফিসার মো. ইলিয়াছুর রহমান, রূপসা থানা অফিসার ইনচার্জ (তদন্ত) শাহিনুর রহমান, জেলা আওয়ামীলীগ সদস্য আ. মজিদ ফকির। সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম ডালিমের পরিচালনায় বক্তৃতা করেন সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু হারুনার রশিদ, নৈহাটী ইউনিয়ন আ’লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান কামাল হোসেন বুলবুল, রূপসা প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম মাহবুবুর রহমান, সাইফুল ইসলাম বাবলু, তরুণ চক্রবর্তী বিষ্ণু, খান মিজানুর রহমান, ভোলানাথ রায়, কৃষ্ণ গোপাল সেন, হোসাইন আহমদ, আ. রাজ্জাক, আল মাহমুদ প্রিন্স, এম এ আজিম, ইউপি সদস্য আ. গফুর খান, মো. কুতুব উদ্দিন, এমডি রকিব উদ্দিন, সৈয়দ নাসির হোসেন সজল, সরদার জসিম উদ্দিন, মাহাবুব-উল-আলম, কামরুজ্জামান সোহেল, নাজির শেখ, বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্মৃতি পাঠাগারের সভাপতি মো. মনিরুল ইসলাম, কর্ণপুর যুব সংঘের সাধারণ সম্পাদক আশরাফ আলী রাজ, আ. কাদের, আ. হালিম, রুহুল আমিন মিলন, মিরাজ শেখ, হামিদুল হক, অলিদ শেখ, তৌহিদুল ইসলাম কচি, আ. জব্বার খান শিবলী, আখতার খান, চিত্ত রঞ্জন সেন, মো. জালাল, এইচ এম মনি, তুরান প্রমূখ।
No comments:
Post a Comment