রূপসা প্রতিনিধি : রূপসা উপজেলার জাবুসা গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের কোপে দুই হাত হারাল এক বৃদ্ধা। ঘটনাটি ঘটেছে ৭ জানুয়ারি সোমবার সকাল ৭টায় খানজাহান আলী সেতুর পার্শ্ববর্তী মসজিদের সন্নিকটে। ঘটনার পর হামলাকারী সন্ত্রাসীদের মধ্যে নজরুল ইসলাম শেখ ওরফে নজু ফকিরকে রূপসা থানা পুলিশ আটক করেছে। আটক নজু স্থানীয় আওয়ামীলীগ নেতা বলে জানা গেছে।
এলাকাবাসী ও ভূক্তভোগী সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় ফজরের নামাজ আদায় করে আহত সাদ্দাম (৬০) ও তার স্ত্রী হাটতে বের হয়। সকাল আনুমানিক ৭ টার দিকে কয়েকজন সন্ত্রাসী সাদ্দাম হোসেনকে বেধড়ক মারপিটের এক পর্যায় চার হাত পা ঝাপটে ধরে দু’হাতের কব্জি শরীর থেকে আলাদা করে ফেলে। একই সাথে তার দু’পায়ের রগ কেটে দেয়। ঘটনার সময় আহতের স্ত্রী ঠেকাতে গেলে তাকেও সন্ত্রাসীরা হুমকি ধামকি দিয়ে ধাওয়া করে। এদিকে সাদ্দাম হোসেনের চিৎকারে আশে পাশের লোকজন ছুটে এসে তাকে উদ্দার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপতালে নিয়ে ভর্তি করে। তার অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় থমথমে ভাব বিরাজ করছে। আহত সাদ্দামের বাড়ি জাবুসা পশ্চিম পাড়া এলাকায়। তার বাড়ির সামনে পুলিশ পাহারায় রয়েছে বলে জানা গেছে। এ ব্যাপারে রূপসা থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম বলেন, ঘটনার পর আসামী নজরুল ইসলাম ওরফে নজু ফকিরকে আটক করা হয়েছে। অন্য আসামীদেরকেও আটকের চেষ্টা অব্যহত রয়েছে। এর আগে ২০১২ সালের ৪ আগস্ট আহত সাদ্দাম সহ পরিবারের তিনজন হামলার শিকার হন। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিলো।
No comments:
Post a Comment