নিজস্ব প্রতিবেদক : খুলনা মহানগরীর চাাঁনমারি সড়কে বিআরটিসি বাসের চাকায় পিষ্ট হয়ে আবুল হোসেন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল হোসেন চানমারী এলাকার আবুল মালেক মাঝির ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যাটারিচালিত ইজিবাইকে করে চাঁনমারি সড়কের কোকাকোলা কার্যালয়ের সামনে দিয়ে যাচ্ছিলেন আবুল হোসেন। এসময় সিগারেটের ধোঁয়া বাইরে ছাড়তে গিয়ে বিআরটিসি বাসের সঙ্গে তার ধাক্কা লাগে। তখন তিনি ছিটকে বাসের নিচে চলে যায়। ঘটনার সময় বাস ও ইজিবাইক পাশাপাশি চলছিলো।
খুলনা সদর থানার উপ-পুলিশ পরিদর্শক মিলন মৈত্র বলেন, সিগারেটের ধোঁয়া বাইরে ছাড়তে গিয়ে বিআরটিসির একটি বাসের সঙ্গে ধাক্কা লাগে আবুল হোসেনের। তখন তিনি ছিটকে বাসের নিচে চলে যায়। ঘটনাস্থলেই তিনি মারা যায়। ঘটনাস্থল থেকে বিআরটিসি বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় বাস চালককে আটক করা সম্ভব হয়নি এবং ইজিবাইকের চালকও পালিয়ে গেছেন বলেও জানান পুলিশের কর্মকর্তা।

No comments:
Post a Comment