নিজস্ব প্রতিবেদক : রূপসায় হাজী কল্যাণ ফাউন্ডেশণ নামে নতুন একটি অরাজনৈতিক সংগঠনের আত্ম প্রকাশ ঘটেছে। শুক্রবার জুম্মাবাদ পূর্ব রূপসা সিএন্ডবি জামে মসজিদে এ লক্ষ্যে আলোচনা সভা শেষে ৩৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
আলহাজ শাহাজান শেখ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন, আলহাজ আকরাম হোসেন, আলহাজ মহিউদ্দীন শেখ, আলহাজ নাসির উদ্দীন শেখ, আলহাজ জাহাঙ্গীর হোসেন, আলহাজ শাহ মো. আব্দুল হাই, আলহাজ ডা. মো. মুজিবর রহমান ও আলহাজ আবু আহাদ হাফিজ বাবু। সভা শেষে সর্বসম্মতিক্রমে আলাহাজ মো. মহিউদ্দীনকে আহ্বায়ক, শাহাজান শেখ ও আবু আহাদ হাফিজ বাবুকে যুগ্ম আহ্বায়ক এবং শাহ মো. আব্দুল হাইকে সদস্য সচিব করে ৩৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। স্থানীয় ইউপি মেম্বর মো. ইলিয়াছ হোসেন শেখ এর সার্বিক ব্যবস্থাপনায় এ অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক এস এম মাহবুবুর রহমান।

No comments:
Post a Comment