নিজস্ব প্রতিবেদক : খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, উন্নয়নের জন্য বর্তমান সরকারের বিকল্প নেই। খুলনা মহানগরীর উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে চৌদ্দশত একত্রিশ কোটি টাকা বরাদ্দ করেছেন। আরো বিপুল বরাদ্দের সম্ভাবনা রয়েছে। নগরীর শিপইয়ার্ড থেকে রূপসা ঘাট এলাকা পর্যন্ত বাধ নির্মাণসহ পর্যটনের উপযোগী এবং ময়ূর নদীকে কেন্দ্র করে অত্যাধুনিক বিনোদন কেন্দ্র গড়ার পরিকল্পনা রয়েছে বলে সিটি মেয়র উল্লেখ করেন।
সিটি মেয়র রবিবার বিকেলে নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে কেসিসি পরিচালিত ‘প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন’ প্রকল্পের কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভায় সভাপতির বক্তৃতায় এ কথা বলেন। খুলনা মহানগরীর প্রান্তিক জনগোষ্ঠীর আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে বর্তমান সরকারের আন্তরিক প্রচেষ্টায় প্রকল্পটি চালু করা সম্ভব হয়েছে বলে সিটি মেয়র জানান।
সিটি মেয়র আরো বলেন, বিগত বিএনপি-জামায়াত সরকারের সময়ে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সকল উন্নয়ন কর্মকান্ড স্থবির হয়ে পড়ে। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর উন্নয়নের চাকা আবার ঘুরতে শুরু করে। বন্ধ প্রায় মোংলা বন্দর এখন লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। বন্দর এলাকায় ইপিজেড গড়ে তোলার ফলে বহু কল-কারখানা স্থাপিত হওয়ায় হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। এ অঞ্চলের মানুষের উন্নত চিকিৎসা সুবিধা প্রদানের লক্ষ্যে শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল চালু করা হয়েছে। খুলনাঞ্চলের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে তিনি আওয়ামী লীগকে বিজয়ী করার আহবান জানান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কেসিসি’র কাউন্সিলর আশফাকুর রহমান কাকন, মোঃ সাইফুল ইসলাম, শেখ মোহাম্মদ আলী, শেখ শামসুদ্দিন আহমেদ প্রিন্স, এমডি মাহফুজুর রহমান লিটন, সংরক্ষিত আসনের কাউন্সিলর মাহমুদা খাতুন, চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার, সিডিসি টাউন ফেডারেশনের ভাইস চেয়ারম্যান আবু বকর সিদ্দিক সোহাগ, সহ-সেক্রেটারী হাজেরা খাতুন, অফিস সেক্রেটারী সালমা জাহান, কোষাধ্যক্ষ বিলকিস আরা বুলি, কীর্তনখোলা ক্লাস্টারের সভাপতি দিলরুবা লিপি সহ বিভিন্ন ক্লাস্টার ও ফেডারেশনের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন প্রকল্পের টাউন ম্যানেজার মোহাম্মদ মোস্তফা।
দুপুর ১২ টায় নেদারল্যান্ডস সরকারের পরামর্শক প্রতিষ্ঠান সিডিআর ইন্টারন্যাশনাল-এর প্রধান জে এইচ ল্যাবয়রী নগর ভবনে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক এর সাথে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। জলবায়ু পরিবর্তনজনিত কারণে সৃষ্ট প্রতিকূলতা মোকাবেলায় সংস্থাটি খুলনা মহানগরীসহ দক্ষিণ এশিয়ার ঝুঁকিপূর্ণ কয়েকটি শহরে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে। কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা পলাশ কান্তি বালা, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মোঃ নাজমুল ইসলাম, স্থানীয় পরামর্শক মোঃ মনিরুজ্জামান, মফিজুদ্দিন আহমেদ, লোপা ইসলাম, কেসিসি’র চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার প্রমুখ বৈঠকে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সিডিআর কর্তৃক গৃহীত কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয় একটি অভিজাত হোটেলে আগামী ৩ ও ৪ ডিসেম্বর ‘‘একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ : খুলনা নগরীকে জলবায়ু পরিবর্তনের ধাক্কা সামলাতে মেয়রের পরিকল্পনা’’ শীর্ষক আঞ্চলিক সম্মেলনের আয়োজন করা হয়েছে।
No comments:
Post a Comment