
রূপসা প্রতিনিধি : উন্নয়নের রোল মডেলে এগিয়ে চলা বাংলাদেশের সমৃদ্ধি ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারো আওয়ামীলীগকে ক্ষমতায় আনতে হবে। আওয়ামীলীগ যদি আবারো ক্ষমতায় আসে, আর সালাম মুর্শেদী যদি নির্বাচিত হয় তাহলে খুলনা-৪ আসন এলাকা হবে উন্নয়নের রোল মডেল। আপনারা সালাম মুর্শেদীর অতিতের কর্মকান্ড দেখুন এবং জানুন। তিনি সৎ পথে পরিশ্রম করা একজন সফল মানুষ। তার কোন কিছু চাওয়া-পাওয়ার নেই। তাকে নির্বাচিত করলে এলাকায় বহুমাত্রিক উন্নয়ন হবে। ভোটের সময় অনেকে অনেক রকম মিথ্যা প্রতিশ্রুতি দেবে, আপনারা কারো কথায় কান দিবেন না। মঙ্গলবার বিকেল ৪টায় নৈহাটী ইউনিয়নের রামনগর মোল্লা বাড়ীর সন্নিকটে নির্বাচনী উঠান বৈঠক ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় আওয়ামীলীগ মনোনীত খুলনা-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী আব্দুস সালাম মুর্শেদীর সহধর্মিনী শারমিন সালাম এসব কথা বলেন। রূপসা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোল্লা আরিফুর রহমান, কোষাধ্যক্ষ মো. সেলিম মোল্লা এবং নৈহাটী ইউনিয়ন শ্রমিকলীগের সাবেক সভাপতি মো. আজগর আলী শেখের আয়োজনে ও তত্ত্বাবধানে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজিজা সুলতানার সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক রোমেছা বেগমের পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার লিপি, জেলা আওয়ামীলীগের সম্পাদিকা হালিমা ইসলাম, জেলা মহিলালীগের আইন বিষয়ক সম্পাদক ফাল্গুনি মিতা, সিনিয়র সাংগঠনিক সম্পাদক রিনা পারভীন, জেলা মহিলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক রিক্তা আক্তার, উপজেলা যুব মহিলালীগের সভাপতি আকলিমা খাতুন তুলি, সাধারণ সম্পাদক শারমিনা সুলতানা রুনা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নৈহাটী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান মোস্তাক, সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান কামাল হোসেন বুলবুল, থানা মহিলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শাহিনা আক্তার টুনটুনি, নৈহাটী ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সভাপতি রোকেয়া বেগম, রেখা পারভিন, জিন্নাত রেহেনা, শাহিনা আজাদ, হারুন মোল্লা, ওয়াহিদুজ্জামান, ফরিদ শেখ, কামরুল মোল্লা, সরো মোল্লা, সাইদুর রহমান সগীর, আনসার আলী বাদল, বাদল মোল্লা, আব্দুস সালাম, সাইফুল ইসলাম, আব্দুস সালাম, হায়দার আলী, আকবার আলী শেখ, মন্টু হাওলাদার, কামাল খান, খন্দকার, শাহাবুদ্দিন, ওয়ায়েসকুরুনী বাবু, আশিক ইকবাল, তানভীর, বেনজীর আহম্মেদ, মমতা হেনা, মো. জুয়েল হাসান, সুজন সরদার, ইউসুফ, হাসিব শেখ, সোহাগ, ইমু, রেজাউল, হিরণ, বাপ্পি, লিমু, সুমন, আদর, আজিজুল, রফিক, হেলাল, পলাশ প্রমুখ।
No comments:
Post a Comment