Channel Atv

সময়ের সাথে এগিয়ে চলে সাহসের সাথে কথা বলে

আসুন নিজেকে বদলায়। প্রতিদিন একটি ভালো কাজ করি। সুন্দর জীবন ও সমাজ গড়ি। নতুন সকাল

Breaking

Saturday, November 24, 2018

খুলনায় মোবাইল চোরদলের ৬ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক : খুলনা মহানগর ডিবি পুলিশের একটি টিম খালিশপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোবাইল চোরদলের ৬ সদস্যকে আটক করে। গত ২৩ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে এ ৬জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন, মো. সুমন শেখ (২০), মো. ইমন (১৯), মো. শুকুর (২০), রনি শেখ (১৯), মো. সাজ্জাদ শিকদার ওরফে সৃষ্টি, (২১) ও মো. শফিকুল ইসলাম (২১)। 
আসামী মো. সুমন শেখ এর স্বীকারোক্তিমূলক জবানবন্ধির বরাত দিয়ে পুলিশ জানায়, তারা দীর্ঘদিন যাবৎ পাজামা-পাঞ্চামী এবং টুপি পরে মাদ্রাসা/মসজিদের নামে অনুদানের টাকা সংগ্রহের ছলে বিভিন্ন বাড়িতে প্রবেশ করে। তাদের গ্রুপের অন্য কিছু সদস্য বেক-আপ এর জন্য বাইরে রাস্তায় অবস্থান করত। এরপর গৃহকর্তা মসজিদের অনুদানের টাকা আনার উদ্দেশ্যে ঘরের মধ্যে প্রবেশ করলে উক্ত চোরেরা সুযোগ বুঝে মোবাইল, ল্যাপটপ বা দামী জিনিসপত্র চুরি করে খুব দ্রুত সটকে পড়ে। এ সংক্রান্তে শেখ আব্দুস সালাম বাদী হয়ে তাদের বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানার মামলা নং-৩০, তারিখ ২৩/১১/২০১৮খ্রিঃ ধারা-৩৮০/৪১১ পেনাল কোড রুজু করে।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here

আজকের ভোরের ডাক পড়ুন এখানে