Channel Atv

সময়ের সাথে এগিয়ে চলে সাহসের সাথে কথা বলে

আসুন নিজেকে বদলায়। প্রতিদিন একটি ভালো কাজ করি। সুন্দর জীবন ও সমাজ গড়ি। নতুন সকাল

Breaking

Friday, November 30, 2018

ইইউ প্রতিনিধিদলের সঙ্গে বিএনপির রুদ্ধদ্বার বৈঠক

ঢাকা অফিস : বাংলাদেশ সফররত ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের সঙ্গে প্রায় দুই ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠক করেছেন বিএনপির শীর্ষ নেতারা। বৃহস্পতিবার সন্ধ্যা ৫টা থেকে পৌনে ৭টা পর্যন্ত রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয়। বৈঠক শেষে কোনো পক্ষই গণমাধ্যমের সঙ্গে কথা বলেনি। বৈঠকে ইইউ প্রতিনিধিদলের সদস্য ডেভিড নোয়েল ওয়ার্ড, এটনি মারিয়া গুনারি এবং ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত রেনজি টেরিংক উপস্থিত ছিলেন।
বিএনপির নেতাদের মধ্যে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান রিয়াজ রহমান, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা, নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠক সূত্র জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বৈঠকে বিএনপির পক্ষ থেকে নির্বাচনের সার্বিক পরিবেশ সম্পর্কে অবহিত করা হয়েছে। অভিযোগ করা হয়েছে, বর্তমানের নির্বাচন কমিশন এখনো সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করতে পারেনি। দেশব্যাপী নেতাকর্মীদের গ্রেপ্তার অভিযান চলছে। প্রতিকূল পরিবেশ সত্বেও গণতন্ত্রের স্বার্থে জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারে বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনে পর্যবেক্ষক না পাঠানোর সিদ্ধান্তে বিএনপি হতাশ হয়েছে বলেও প্রতিনিধিদলকে জানানো হয়েছে। এর আগে দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির নেতাদের সঙ্গে বৈঠক করেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের সদস্যরা।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here

আজকের ভোরের ডাক পড়ুন এখানে