বিজ্ঞপ্তি : ‘আমি এই এলাকার সন্তান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে এলাকার মানুষের সেবক হিসেবে পাঠিয়েছেন। এলাকার মানুষের সেবা করার সুযোগ দেওয়ার জন্য আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞ। আমার চাওয়ার মতো আর কিছু নেই। জীবনের বাকি সময়টুকু এলাকার মানুষের সাথে থাকতে চাই। এ জন্য আগামী সংসদ নির্বাচনে দলমত নির্বিশেষে সকলের নিকট এলাকার সন্তান হিসেবে নৌকা প্রতীক নিয়ে জয়ী হওয়ার জন্য দোয়া, সমর্থন ও আশীর্বাদ কামনা করেন।’
খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী শুক্রবার রূপসা উপজেলার বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথি ও সম্মানিত অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
তিনি বলেন, আগামী নির্বাচনে নৌকা প্রতীকে জয়ী হয়ে এই আসনটি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিতে চাই। নির্বাচনে আবার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হলে এলাকার উন্নয়নের জন্য যা যা করার করা হবে। এলাকার উন্নয়ন করা আপনাদের দাবি আর আমার দায়িত্ব।
সালাম মূর্শেদী এমপি বলেন, আবার নির্বাচিত হলে আগামী পাঁচ বছরে এলাকার কোন রাস্তা কাঁচা থাকবে না। কোন স্কুল ভাঙ্গাচোরা থাকবে না। কোন মাঠ পড়ে থাকবে না। মাঠ খেলাধুলা করার উপযোগী করে গড়ে তোলা হবে। এলাকার উন্নয়নের জন্য তিনি তার সহধর্মিনী সারমিন সালাম কে এলাকার নারী সমাজের কাছে উৎসর্গ করেন।
শুক্রবার তিনি রূপসা উপজেলার জাবুসা এলাকায় নবীনগর ইসলামিক মিশন মাধ্যমিক বিদ্যালয়, হযরত খানজাহান আলী (রহঃ) জামে মসজিদ, তিলক সিদ্দিক-ই-আকবর দাখিল মাদ্রাসা, নৈহাটী ইউনিয়নের ৮নং ওয়ার্ড মহিলা লীগের সমাবেশ, ইলাইপুর আরাফাতিয়া জামে মসজিদ, কিশোর কল্যাণ মাধ্যমিক বিদ্যালয়সহ উপজেলার অন্যান্য অনুষ্ঠানে বক্তৃতা করেন।
তিনি জাবুসায় জমি আছে ঘর নাই তাদের সরকারি অর্থায়নে নির্মাণকৃত ঘরের উদ্বোধন করেন। এছাড়া কিশোর কল্যাণ মাধ্যমিক বিদ্যালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পাশাপাশি আবার নির্বাচিত হবে স্কুলটি দেশের মডেল স্কুল হবে বলেও ঘোষণা দেন।
সাংসদ আব্দুস সালাম মূর্শেদীর পাশাপাশি তার সহধর্মিনী সারমিন সালাম ও উপজেলার বিভিন্ন অতিথি হিসেবে যোগদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান, স্থানীয় জনপ্রতিনিধি, দলীয় নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আপামর জনসাধারণ।
No comments:
Post a Comment